ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে যোগ দিচ্ছে বিকেএমইএ

প্রকাশিত: ০৬:২০, ৩ এপ্রিল ২০১৮

টোকিও ফ্যাশন ওয়ার্ল্ডে যোগ দিচ্ছে বিকেএমইএ

স্টাফ রিপোর্টার ॥ নিটওয়্যার রফতানি বৃদ্ধির লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮’-তে অংশগ্রহণ করবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস এ্যান্ড এক্সপোর্টারস এ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। আগামী ৪ থেকে ৬ এপ্রিল টোকিওতে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের নেতৃত্বে ৮০ সদস্যের বিশেষ নিটওয়্যার রফতানিকারকদেরে একটি প্রতিনিধি দল মেলায় অংশগ্রহণ করবেন। মেলায় বিকেএমইএর স্টল থাকবে ৩১টি। সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জাপান সারাবিশ্বে থেকে ১ হাজার ৩০০ কোটি ডলারের নিট পোশাক আমদানি করে। বিপরীতে বাংলাদশ থেকে দেশটিতে রফতানিকৃত নিট পণ্যের পরিমাণ ৪০ কোটি ডলার। এবারের মেলায় অংশগ্রহণের মাধ্যমে রফতানির পরিমাণ আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯০ কোটি ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বিকেএমইএ সভাপতি। তিন দিনব্যাপী এই মেলা চলাকালে বিকেএমইএ সভাপতি জাপান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং আমদানি-রফতানিকারকদের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবেন।
×