ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ামের জন্য ১২ তলা ট্রেনিং কমপ্লেক্স হচ্ছে

প্রকাশিত: ০৬:১৯, ৩ এপ্রিল ২০১৮

বিয়ামের জন্য ১২ তলা ট্রেনিং কমপ্লেক্স হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) জন্য একটি ১২তলার আন্তর্জাতিক মানের ট্রেনিং কমপ্লেক্স নির্মাণ করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের সুবিধা বৃদ্ধি ও বহুমুখীকরণ ও আধুনিকায়ন করা হবে। ফলে সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে ‘ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-কে শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি ৮৬ লাখ টাকা। সূত্র জানায়, প্রকল্পটির উদ্যোক্তা শিল্প মন্ত্রণালয়। অর্থনীতির চাহিদার সঙ্গে কার্যক্রমের সমন্বয়সাধনের লক্ষ্যে ১৯৯৭ সালের ৪ আগস্ট বাংলাদেশ ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র (বিএমডিসি)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) করা হয়। দেশের শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ব্যবস্থাপনার মান উন্নয়নের মাধ্যমে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় টিকে থাকা ও সমৃদ্ধি অর্জনের জন্য প্রতিষ্ঠানটি গত ৫ দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। ব্যবস্থাপনার বিভিন্ন শাখায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি এক বছর মেয়াদি ও ৬ মাস মেয়াদি ডিপ্লোমা কোর্সসহ অন্যান্য বিশেষায়িত কোর্সের আয়োজন ও পরামর্শ সেবা দেয়ার মাধ্যমে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী ২০১৪ সালের ২৪ আগস্ট শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে বিআইএমের সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দেন। প্রকল্প সম্পর্কে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য শামীমা নার্গিস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিআইএমের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়ন হলে বিআইএমকে শক্তিশালীকরণ করা হবে ফলে বিআইএম-এর বর্তমান কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সরকারী ও বেসরকারী খাতে দক্ষ জনবল তৈরিতে বিআইএম আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে। সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল তৈরির জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো রাজধানীকেন্দ্রিক না করে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটি বিভাগে একটি করে মোট ৭টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিতে হবে। এমন প্রেক্ষাপটেই প্রকল্পটি নেয়া হয়েছে।
×