ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্চে এসেছে ১৩০ কোটি ডলার

৯ মাসে হাজার কোটি ডলার ছাড়িয়েছে রেমিটেন্স

প্রকাশিত: ০৬:১৮, ৩ এপ্রিল ২০১৮

৯ মাসে হাজার কোটি ডলার ছাড়িয়েছে রেমিটেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের মার্চে রেমিটেন্স এসেছে ১৩০ কোটি ৪ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২২ কোটি ২৯ লাখ ডলার বা ২০ দশমিক ৬৯ শতাংশ বেশি। আর চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৯ মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে ব্যাংকিং চ্যানেল বহির্ভূত অবৈধভাবে মোবাইল ব্যাংকিং হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়ে যায়। ফলে নেতিবাচক প্রভাব পড়ে প্রবাসী আয়ে। এ কারণে রেমিটেন্স বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ লেনদেনের দায়ে বন্ধ করা হয় বিকাশের দুই হাজার ৮৮৭টি এজেন্টের নম্বর। এসব পদক্ষেপের কারণে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রবাহ পড়েছে। দীর্ঘদিন ধরেই রেমিটেন্সের প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। গত অর্থবছরের পুরো সময়ে রেমিটেন্স প্রবাহ কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ উর্ধমুখী ধারায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে ১১৪ কোটি ৯০ ডলার রেমিটেন্স পঠিয়েছে প্রবাসীরা। সেই হিসেবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি ১৪ লাখ ডলার। আর চলতি ২০১৭-১৮ অর্থবছরে (জুলাই -মার্চ) ৯ মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার। এদিকে মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স আহরিত হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। এছাড়া বেসরকারী ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ৯৫ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৩৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বরাবরের মতোই বেসরকারী ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স আহরিত হয়েছে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স আহরিত হয়েছে ২৮ কোটি ২৫ লাখ মার্কিন ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৫৫ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৪ লাখ ডলার এবং জনতার মাধ্যমে ৭ কোটি ৭১ ডলার রেমিটেন্স আহরিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার সমপরিমাণ মূল্যের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ছিল এক হাজার ৪৯২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। সে হিসাবে গত অর্থবছরে রেমিটেন্স কমেছে ২১৬ কোটি ১৭ কোটি ডলার বা ১৪ দশমিক ৪৭ শতাংশ।
×