ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল

প্রকাশিত: ০৬:১৬, ৩ এপ্রিল ২০১৮

দুই মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস মামলায় আসামিদের শেয়ারবাজার বিষয়ক ট্রাইবু্যূনালের বেকসুর খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ-আদালতে আপীল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে গত ১ ফেব্রুয়ারি শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস মামলায় ৮ আসামিকে খালাসের রায় দেন। একইসঙ্গে ২ প্রতিষ্ঠানকেও খালাস দিয়েছিলেন। বিএসইসির পক্ষে উচ্চ-আদালতে আপীল করেছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মুন্সী এনামুল হক। তিনি রবিবার উচ্চ-আদালতের ক্রিমিনাল বিভাগে এই আপীল করেছেন। উচ্চ আদালতে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজের মামলা নম্বর ৩০৯৫/১৮ এবং সিকিউরিটিজ কনসালটেন্টসের মামলা নম্বর ৩০৯৬/১৮। এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারির মামলায় আসামীরা হলেন- মোস্তাক আহমেদ সাদেক, হেমায়েত উদ্দিন আহমেদ, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান ও আহমেদ ইকবাল হাসান। আর সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেডের শেয়ার কেলেঙ্কারি মামলায় আসামীরা হলেন- এম.জে আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদ। এছাড়া এই ২ মামলায় এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেডও আসামী। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের খালাসের রায়ের বিরুদ্ধে রবিবার বিএসইসির পক্ষে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মুন্সী এনামুল হক এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড মামলায় উচ্চ-আদালতে আপীল করেছেন। উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারীতে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি এ্যান্ড সিকিউরিটিজ ও সিকিউরিটিজ কনসালটেন্টসের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
×