ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূচকের বড় উত্থান অব্যাহত

প্রকাশিত: ০৬:১৫, ৩ এপ্রিল ২০১৮

সূচকের বড় উত্থান অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ২৪০ পয়েন্ট। এদিকে উভয় বাজারে লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৯৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৬৫ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৪৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৭১টির। আর অপরিবর্তীত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের বড় উত্থান দিয়ে শুরু হলেও মাত্র ২০ মিনিটের মধ্যে শেয়ার বিক্রির চাপ বাড়ে। মূলত মুনাফা তোলার কারণেই সূচকের এই পতন ঘটে। তবে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট পতনের পরই আবার বিনিয়োগকারীদের শেয়ার কেনার আদেশ বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, মার্কেন্টাইল ব্যাংক, বিডিকম, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, সিটি ব্যাংক ও মুন্নু সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ শাশা ডেনিম, আইসিবি, ডেফোডিল কম্পিউটার, সিএপিএম মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, বিবিএস ক্যাবল, মুন্নু স্টাফলার, আইটিসি ও এপেক্স ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, প্রিমিয়ার সিমেন্ট, জাহিন স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফার্মা এইড, বিচ হ্যাচারি, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ডাচ-বাংলা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৬ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তীত রয়েছে ১৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, পপুলার লাইফ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ হোলসিম, আইএফআইসি ও বিবিএস ক্যাবল।
×