ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএবির সিদ্ধান্তের বিরোধিতা টিআইবি’র

প্রকাশিত: ০৬:০৪, ৩ এপ্রিল ২০১৮

বিএবির সিদ্ধান্তের বিরোধিতা টিআইবি’র

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকিং ও আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ বন্ধ করার উদ্দেশ্যে বেসরকারী ব্যাংকসমূহের সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর অযৌক্তিক জনস্বার্থবিরোধী প্রস্তাবনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাবটি শুধু উটপাখি সম আচরণের বহিঃপ্রকাশই নয়, এটি ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির তথ্য গোপন রেখে এসবের সুরক্ষা দেয়া ও আরও বিকাশের সুযোগ সৃষ্টির অপপ্রয়াস। এ ধরনের প্রস্তাবনা মেনে নেয়া হলে তা এ খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের সুরক্ষা দিবে এবং অধিকতর দুর্নীতির বিস্তার ঘটাবে উল্লেখ করে এ ধরনের পশ্চাদমুখী ও নিবর্তনমূলক প্রস্তাব নির্দ্বিধায় প্রত্যাখান করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার টিআইবি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়। বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, বিএবি’র মতে ব্যাংক খাত সংশ্লিষ্ট নেতিবাচক সংবাদ গ্রাহক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে, এজন্য এ ধরনের সংবাদ প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত রাখার জন্য ব্যাংক রিপোর্টিং এ্যাক্ট করার সুপারিশ করেছে বিএবি। প্রস্তাবটি শুধু উটপাখি সম আচরণের বহিঃপ্রকাশই নয়, এটি ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির তথ্য গোপন রেখে এসবের সুরক্ষা দেয়া ও আরও বিকাশের সুযোগ সৃষ্টির অপপ্রয়াস। কোন অবস্থায়ই এ ধরনের জনস্বার্থবিরোধী প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। বেসরকারী হলেও ব্যাংকিং খাত বাস্তবে জনগণের অর্থের ওপর নির্ভরশীল বিধায় এ খাতের ইতিবাচক সংবাদের পাশাপাশি দুর্নীতি, অনিয়মসহ সকল প্রকার তথ্য জানার অধিকার জনগণের রয়েছে। তথ্য প্রকাশে প্রতিরোধক তৈরি করে জনগণকে বিভ্রান্ত করে অনিয়ম ও দুর্নীতির বিস্তার করার কোন অধিকার জনগণ ব্যাংক খাতকে দেয়নি। ড. জামান বলেন, ব্যাংক রিপোর্টিং এ্যাক্ট এর অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে তা দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নয়; বরং এ ধরনের তথ্য যেন অবাধে প্রকাশিত হতে পারে, তার উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বা চাপে যেন-তেন সিদ্ধান্ত গ্রহণ করে ইতোমধ্যে ব্যাপক সঙ্কটে জর্জরিত ব্যাংকিং খাতকে সমূলে ধ্বংসের দিকে ধাবিত না করার জন্য আমরা সরকারের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে, সামগ্রিকভাবে সরকারী ও বেসরকারী মালিকানাধীন ব্যাংকিং খাতে চলমান সঙ্কট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞ সমন্বয়ে নিরপেক্ষ উপদেষ্টা কমিটি গঠন করে সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণের আহ্বান পুনর্ব্যক্ত করছে টিআইবি।
×