ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বানরকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৬:০১, ৩ এপ্রিল ২০১৮

বানরকে খুঁজছে পুলিশ

একটি শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বানরকে খুঁজছে ভারতীয় পুলিশ। উড়িষ্যা রাজ্যের একটি বাড়ি থেকে ছিনতাই হওয়ার পরদিন ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। বানরকে নিজের শিশু সন্তানটিকে নিয়ে যেতে দেখেছিলেন তার মা। তবে তিনি নিরুপায় হওয়ায় তখন কিছু করতে পারেননি। শনিবার ওই বাড়িতে প্রবেশ করে বানরটি। পরদিন রবিবার বাড়ির পেছনে একটি কুয়ায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তা উদ্ধার করা হয়। বন্যপ্রাণী বা বানরের জমির ফসল নষ্ট হওয়ার ঘটনা অহরহ ঘটলেও শিশু অপরহণের ঘটনা বিরল বলেই জানিয়েছে পুলিশ। পিসি প্রধান নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, আশা করছি এক সপ্তাহের মধ্যেই বানরটিকে ধরে ফেলতে পারব। তিনি বলেন, খাবারের জন্য মাঝেমধ্যেই বাড়িতে বানর ঢুকে পড়ে। কিন্তু একটা শিশুকে নিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। বানর ধরতে বিশেষ কৌশল জানে এমন স্থানীয় এক সম্প্রদায়ের লোকজন নিয়েই অভিযানে নেমেছে পুলিশ। ওই এলাকার এক বন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বাড়িটিতে একটি বানর প্রবেশ করেছিল। এরপরই শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, শিশুটির মরদেহে কোন আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। -বিবিসি
×