ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

একুশে পদকপ্রাপ্ত পাঁচ গুণী শিল্পীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:০০, ৩ এপ্রিল ২০১৮

একুশে পদকপ্রাপ্ত পাঁচ গুণী শিল্পীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ সুরের ভুবনে তাদের নিত্যদিনের বিচরণ। সঙ্গীতের মাঝেই খুঁজে নিয়েছেন জীবনের সাধনা কিংবা অর্জন। তাদের কেউ গান গেয়ে আলোড়িত করেন শ্রোতার হৃদয়। কেউ বা সৃষ্টি করেন সুর। কেউ বা আবার যন্ত্রসঙ্গীতে ছড়ান সুরেলা শব্দধ্বনি। এমন পাঁচ গুণী শিল্পী চলতি বছর পেয়েছেন একুশে পদক। তারা হলেন সেতারবাদক মতিউল হক খান, কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, কণ্ঠশিল্পী খুরশীদ আলম এবং সুরকার শেখ সাদী খান ও সুজেয় শ্যাম। তাদের এ প্রাপ্তিতে সংবর্ধনা জানাল বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা মিলনায়তনে ‘গানের মানুষ, প্রাণের মানুষ’ শীর্ষক অনুষ্ঠানের এ আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ গুণী শিল্পীকে প্রদান করা হয় মানপত্র। জানান হয় ফুলেল শুভেচ্ছা। তাদের প্রতি ভালবাসা জানিয়ে পরিবেশিত হয় সঙ্গীত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সুরকার আজাদ রহমান, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম। সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি হাবিবুল আলম হাবিব ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সংবর্ধনা শেষে ছিল দলীয় ও একক সঙ্গীত পরিবেশনা। শুরুতেই উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান ‘বিজয় নিশাই উড়ছে ওই’। এর পর ছিল পরিষদের শিল্পীদের একক পরিবেশনা। ইন্দ্রমোহন রাজবংশী গেয়ে শোনান ‘মায়ের চেয়ে বড় কেউ নাই রে দুনিয়ায়’। সঞ্চিতা দত্ত গাওয়া গানের শিরোনাম ‘আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি’। সেলিম রেজা গেয়ে শোনান ‘আমায় চেরি ফুল দাও’। নাসিমা শাহীন ফ্যান্সীর কণ্ঠে গীত হয় ‘আমি এক সাগরের গান শোনাব’ ও ‘একি মাধুরী ছড়ায় দিয়েছ মাগো’। এ ছাড়া একক কণ্ঠে গান শোনান খুরশীদ আলম, ঐশিকা নদী, পাপিয়া, শরীফা নাজনীন, প্রদীপ সরকার ও সুতপা রায়। অনন্যা শীর্ষদশ সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা ॥ পাক্ষিক পত্রিকা অনন্যা প্রতি বছরের মতো এবারও অনন্যা বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতী নারীকে সম্মাননা প্রদান করবে। আগামী ৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার অনন্যা সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে এবারের সম্মাননাপ্রাপ্ত নারীদের নাম ঘোষণা করা হয়। এ বছরের অনন্যা শীর্ষদশ সম্মাননাপ্রাপ্ত হলেন- অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ-অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), শারমিন সুলতানা সুমি (সঙ্গীত) ও মারিয়া মান্ডা (খেলাধুলা) ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। প্রতি বছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন নারী এই সম্মাননা পান। গত ২৪ বছরে ২৪০ জন কৃতী নারী পেয়েছেন এই সম্মাননা।
×