ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই তদন্ত কর্মকর্তাকে ফের জেরার জন্য আবেদন আসামিপক্ষের

প্রকাশিত: ০৫:৫৪, ৩ এপ্রিল ২০১৮

দুই তদন্ত কর্মকর্তাকে ফের জেরার জন্য আবেদন আসামিপক্ষের

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় চার্জশীট দাখিলকারী দুই তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার জন্য রি-কল করতে আবেদন করেছে আসামিপক্ষ। সোমবার মাওলানা আব্দুস সালামের আইনজীবী মোঃ মাঈন উদ্দিন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ আবেদন করেন। আসামি সালামের পক্ষে পূর্বে জেরা করার সময় কিছু প্রশ্ন বাকি থাকায় ওই সকল প্রশ্ন করার জন্য তিনি এ আবেদন দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তারা হলেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহ্হার আকন্দ এবং সিআইডির এএসপি মোঃ ফজলুল কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষের চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান ওই আবেদনের বিষয়ে বিরোধিতা করে শুনানি করেন। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। সোমবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৬১তম দিন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। আজ মঙ্গলবারও মামলাটিতে যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে। ওইদিন ওই আইনজীবীই যুক্তি উপস্থাপন শুরু করবেন বলে আইনজীবীরা জানান। মামলাটিতে ৪৯ আসামির মধ্যে এখনও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৬ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন এখনও বাকি রয়েছে। এরও আগে রাষ্ট্রপক্ষে গত ১ জানুয়ারি ২৫ কার্যদিবস যুক্তি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনে আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন কয়েকশত নেতাকর্মী। ওই ঘটনায় আনা পৃথক মামলার বিচার এখন শেষ পর্যায়ে রয়েছে।
×