ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ মহিলা পুলিশসহ আহত ১০

প্রকাশিত: ০৫:৫৪, ৩ এপ্রিল ২০১৮

শরীয়তপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ মহিলা পুলিশসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ এপ্রিল ॥ জাজিরা উপজেলা সদরে টিএন্ডটি মোড়ে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষে সোমবার সন্ধ্যায় এক মহিলা পুলিশ সদস্যসহ ১০ জন আহাত হয়েছে। আহত পুলিশ সদস্য মোছলেখাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সোমবার সন্ধ্যা ৭টায় শরীয়তপুর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। এ লক্ষ্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক সমর্থিত আওয়ামী লীগের একটি গ্রুপ জাজিরা থেকে শরীয়তপুর সার্কিট হাউসে যাওয়ার পথে জাজিরার টিএন্ডটি মোড়ে পৌঁছলে জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার সমর্থিত অপর গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুলি ও বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। উভয় গ্রুপের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এখানে দায়িত্বরত মহিলা পুলিশ সদস্য মোছলেখাসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহত পুলিশ সদস্য মোছলেখাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি। জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বলেন, সংঘর্ষে আমাদের একজন মহিলা পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যান্য কতজন আহত হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সংঘর্ষ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেছেন।
×