ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরীক্ষা দিতে পারলো না ৪ শিক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫৩, ৩ এপ্রিল ২০১৮

পরীক্ষা দিতে পারলো না ৪ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রবেশপত্র সরবরাহের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে গাজীপুর কিংস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ কয়েক শিক্ষক। রবিবার রাতে ওই প্রতিষ্ঠাণের স্কুল শাখার ছাত্রাবাসে শিক্ষার্থীদের তালাবদ্ধ করে রেখে হোস্টেল সুপারও লাপাত্তা হয়েছেন। ফলে কলেজের পরীক্ষার্থীরা সোমবার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের অভিভাবকেরা। অভিভাবক রাশিদুল ইসলাম জানান, গাজীপুর জেলা শহরে গাজীপুর কিংস স্কুল এন্ড কলেজ থেকে এবার চারজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশ নেওয়ার কথা। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র সরবরাহের কথা বলে ওই শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে অধ্যক্ষসহ কর্তৃপক্ষ। পরে তাদের মধ্যে একজনকে স্থানীয় কসমিক কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে প্রবেশপত্র সরবরাহ করলেও অন্যদের কোন প্রবেশপত্র দেয়া হয়নি। ফলে তারা সোমবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
×