ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধর্ষণ বন্ধ করুন

প্রকাশিত: ০৫:৫৩, ৩ এপ্রিল ২০১৮

ধর্ষণ বন্ধ করুন

স্টাফ রিপোর্টার ॥ একটি প্ল্যাকার্ড হাতে দিনভর ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে ধর্ষণবিরোধী বার্তা দিয়েছেন এক তরুণী। রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন। এ সময় তাকে পথচারীদের নানা প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে। তিনিও সারমর্ম জানিয়েছেন- মনের ওপর চাপ থেকেই তিনি ধর্ষণবিরোধী বার্তা পোস্টারে লিখে সোমবার দাঁড়িয়েছিলেন। তার বিশ্বাস সমাজ রাষ্ট্র যখন ব্যর্থ ধর্ষণের ব্যাপকতা নিয়ন্ত্রণে তখন এভাবেই এগিয়ে আসতে হবে নারীদেরকেই। অন্তত পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় কিছুটা হলেও এর প্রভাব ও প্রতিক্রিয়া পড়বে তাতে। সবাই যার যার নিজ এলাকায় এভাবে প্রতিবাদ করলে হয়তো সচেতনতা বাড়বে। এমন বদ্ধমূল ধারণা থেকেই তার এই অভিনব পদ্ধতিতে ধর্ষণবিরোধী প্রচার। সরেজমিন পরিদর্শনের পর দেখা যায়, সোমবার সকাল থেকেই উত্তরার রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ ও আজমপুর ফুটওভার ব্রিজে দাঁড়িয়েছিলেন লোচন। হাতে পোস্টার। তাতে লেখা, ‘একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন।’ ‘বি এ রিয়েল ম্যান। স্টপ রেপ।’ তিনি একবার এই ব্রিজে আবার ওই ব্রিজে-এভাবেই সারাদিন দাঁড়িয়ে প্রতিবাদ করেন দেশের ধর্ষকদের বিরুদ্ধে।
×