ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নয় বছর ধরে বেগুন চুরির মামলা

প্রকাশিত: ০৫:৫৩, ৩ এপ্রিল ২০১৮

নয় বছর ধরে বেগুন চুরির মামলা

সাধারণত বড় বড় অপরাধের বিচারের জন্য মানুষ আদালতের দ্বারস্থ হয়ে থাকেন। কিন্তু ইতালির এক আদালতে নয় বছর ধরে চলেছে বেগুন চুরির মামলা। অভিযুক্ত ব্যক্তি দেশটির দক্ষিণাঞ্চালীয় লিস শহরের বাসিন্দা। স্ত্রী এবং এক সন্তান নিয়ে খুবই টানাটানির সংসার তার। একবেলা খাবার জোটে তো আরেক বেলা উপোস। ক্ষুধার তাড়নায় একদিন সাত পাঁচ না ভেবে একজনের বেগুন ক্ষেতে ঢুকে পড়েন। মালিকের অগোচরে কিছু বেগুন নিয়ে সটকেও পড়েন। তবে মালিকের কাছে ধরা না পড়লেও পুলিশের কাছে ঠিকই ধরা খায় ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছিল প্রায় নয় বছর আগে। ঘটনার পর পুলিশ বাদী হয়ে ওই ব্যক্তির নামে নিম্ন আদালতে মামলা করে। আদালতে দেয়া জবানবন্দীতে এই ব্যক্তি তার কষ্টের জীবনের কথা উল্লেখ করেন। পাশাপাশি জানান, কর্মহীন হওয়ায় ও তার ঘরে কোন খাবার না থাকায় তিনি সবজি চুরি করতে গিয়েছিলেন। কিন্তু বেগুন চুরি করেননি। তার কষ্টের কথা শুনে মন গলে বিচারকের। যদিও একশ বিশ ইউরো জরিমানা করা হয় তাকে; সঙ্গে দেয়া হয় দুই মাসের জেল। তবে এই শাস্তিতে খুশি হয়নি স্থানীয় লিগ্যাল কাউন্সিল। তারা উচ্চ আদালতে এ বিষয়ে আপীল করে। এরপর নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি গড়িয়েছে নয় বছর। অবশেষে মামলাটির নিষ্পত্তি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি চুরির কথা স্বীকার করে নেয়ায় উচ্চ আদালত তার সাজা মওকুফ করে দিয়েছে। -ওয়েবসাইট
×