ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকশীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৫:৫১, ৩ এপ্রিল ২০১৮

পাকশীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুর মৃত্যুর পর সোমবার সকালে উত্তেজিত পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে রূপপুর পরমাণু বিদ্যুত উৎপাদন প্রকল্প এলাকায় সড়ক অবরোধ করা হয়। ঢাকা- কুষ্টিয়া মহাসড়কের এ অবরোধ কর্মসূচীতে ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু অংশ নেন। অবরোধকারীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেন। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর প্রায় দেড় ঘণ্টা পর সকাল দশটায় অবরোধ তুলে নেয়া হয়। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঈশ্বরদীর রূপপুর মোড়ে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টুর ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে জখম করার পর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। ওই সময় এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন সন্ত্রাসীদের গুলিতে পিন্টু গুলিবিদ্ধ হন। নিহত পিন্টুর মামা শামিম বলেন, কোমরের বাম পাশে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার শফিকুল ইসলাম শামিম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, রূপপুর মোড়ে একটি ওষুধের দোকানে দাঁড়িয়ে ছিল পিন্টু । এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। কারা তার ওপর হামলা করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। কোমরে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত অবস্থায় ৬ ঘণ্টা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকার পর সোমবার ভোরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
×