ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার দিনেও খোঁজ মেলেনি রথীশের, রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ৩ এপ্রিল ২০১৮

চার দিনেও খোঁজ মেলেনি রথীশের, রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২ এপ্রিল ॥ রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারী আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে গত চার দিনেও উদ্ধার করা যায়নি। তাকে ফিরিয়ে পাওয়ার দাবিতে সোমবার চতুর্থ দিনের মতো নগরীর বিভিন্ন স্থানে একাধিক সংগঠন কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ ঘটনায় পুলিশ পাঁচ জামায়াত শিবিরের নেতাকর্মীসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। সমাবেশে বক্তারা যে কোন মূল্যে তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন। বক্তারা অভিযোগ করে বলেন, বাবু সোনার জীবন হুমকির কারণে থানায় জিডি করার পরও পুলিশ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সকালে রংপুর প্রেসক্লাবের সামনে আইনজীবী রথীশ চন্দ্রের নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সিপিবি। সিপিবি রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি মহানগর সভাপতি দেবদাস ঘোষ দেবু, জেলা বাসদ নেতা মমিনুল ইসলাম প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক তুষার কান্তি ম-ল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন রায়, পূজা উদ্যাপন পরিষদের জেলা যুগ্ম স¤পাদক অলক নাথ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি প্রদীপ বর্মণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সহ-সভাপতি ড. শ্বাশত ভট্টাচার্য। বাবু সোনাকে অক্ষত অবস্থায় ফেরতের দাবিতে বিক্ষোভ ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রংপুর জেলা আইনজীবী সহকারী সমিতি। তারা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে আদালতের সকল কাজকর্ম বন্ধ থাকে। পরে এক সমাবেশে বক্তারা আইনজীবী রথীশ চন্দ্রকে খুঁজে বের করার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার আহ্বান জানান । বাবু সোনার সন্ধানের দাবিতে আইনজীবীদের পাশাপাশি কলম বিরতি ও মানববন্ধন করেছে আইনজীবী সহকারীরা। সকালে তারা রংপুরের আদালত চত্বরে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি পালন করে। এ সময় তারা আদালতে মামলা পরিচালনা করা থেকে বিরত থাকে। রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, তাদের সহকর্মী বাবু সোনার সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে। প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব বলে জানান তিনি। সোমবার দুপুরে একই দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে রংপুর জেলা ক্ষত্রিয় সমিতি। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি তুষার কান্তি ম-ল, জাসদ (আম্বিয়া-নাজমুল হক) গৌতম রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হারাধন রায়, হিন্দু নেতা বাবন প্রসাদ, বুবলি রায় প্রমুখ। বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ বাবু সোনাকে খুঁজে পেতে ব্যর্থ হলে রংপুর নগরী অচল করে দেয়ার হুমকি দেন। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন। রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা সকল বিষয় মাথায় নিয়ে কাজ করছি। রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জামায়াত শিবিরের নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এরা হলেনÑ ডিমলা কানন গোটলার আলম শেখের পুত্র দেলোয়ার হোসেন, মৃত হায়দার আলীর পুত্র মোঃ রফিক মিয়া, ছালাম মিয়ার পুত্র জিয়ারুল মিয়া ও আজহারুল মিয়ার পুত্র বাহারুল মিয়া, মিঠাপুকুর থানার মালতলা ভবানীপুরের মৃত আব্দুল হাকিমের পুত্র মোকলেছুর রহমান (৪০), একই গ্রামের আব্দুল হাকিমের পুত্র মশিউর রহমান (৪৮), মৃত আব্দুল হাকিমের পুত্র মাহফুজার রহমান (৫৫), আরিফপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার অনাবিল লোহানী। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে আইনজীবী বাবু সোনা নিখোঁজ। বাবু সোনার সন্ধানের দাবিতে মঙ্গলবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে।
×