ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় প্রেমিক যুগলের কাছ থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:১২, ৩ এপ্রিল ২০১৮

বগুড়ায় প্রেমিক যুগলের কাছ থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পুলিশ এক প্রেমিক যুগলের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র, তাজা বুলেট ও ম্যাগাজিন উদ্ধার করেছে। মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে রবিবার মধ্যরাতের পর পুলিশ শহরতলির জামিলনগরের এক বাড়িতে অভিযান চালায়। পুলিশ ওই বাড়ি থেকে গাবতলির রামেশ্বরপুরের শামিমা আক্তার সুমি ও শাজাহানপুরের চকদুলাহারের মোস্তাফিজার রহমান মোস্তাককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় নাইন এম এম একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তারা কিছুদিন ধরে জামিলনগরের সোহেল পাঠানের বাড়িতে ভাড়াটিয়া ছিল। পুলিশ জানায় শামিমা আক্তার সুমি বিবাহিত। তার স্বামীর নাম আবু শাহিন। সে মোস্তাফিজার রহমানের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। দম্পতির পরিচয়ে তারা বাড়ি ভাড়া নিয়ে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। কুড়িগ্রামে অটোয় চাদর পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ অটোর চাকায় চাদর পেঁচিয়ে জহুরুল ইসলাম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার থেকে শহরের জিয়া বাজারে কাঁচামাল সংগ্রহ করতে এসে অসাবধানবশত অটোর চাকায় চাদার পেঁচিয়ে তার গলা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। এ সময় স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। নিহত জহুরুল কাঁঠালবাড়ীর শিবরাম সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। কালকিনিতে কৃষকের হাত-পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২ এপ্রিল ॥ গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে চোখ বেঁধে তুলে নিয়ে শাজাহান বালী (৫০) নামের এক কৃষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। পরে তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের কৃষক শাহাজাহান বালী তার জমিতে কাজ শেষ করে পাশের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যান। এ সময় ওঁৎ পেতে থাকা একই এলাকার জাহাঙ্গির, খলিল ও ফরিদসহ ৮/১০ জন মিলে প্রথমে শাজাহানের চোখ বেঁধে ট্রলার তুলে নিয়ে যান বাঁশগাড়ি লঞ্চঘাটে। সেখানে তাকে নিয়ে গিয়ে পিটিয়ে ডান হাত ও ডান পা ভেঙ্গে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
×