ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে পুত্রের হাতে সৎ মা খুন

প্রকাশিত: ০৪:১২, ৩ এপ্রিল ২০১৮

যশোরে পুত্রের হাতে সৎ মা খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় সতিনপুত্রের কুড়ালের আঘাতে সৎমা খুন হয়েছেন। রবিবার রাতে ঝিকরগাছার পৌরসদর কিত্তীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আনোয়ারা বেগম (৪০) ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর সতিনপুত্র আবু হুরায়রা মিম থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায়, রবিবার রাতে সৎমা আনোয়ারা ও সতিনপুত্র আবু হুরায়রা মিমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিম উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে আনোয়ারাকে কুপিয়ে জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপিডিএফের দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে ছাত্র ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ এপ্রিল ॥ রাঙ্গামাটিতে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী অপহৃত হওয়ার ১৫ দিন পরও উদ্ধার না হওয়ায় সোমবার রাঙ্গামাটি জেলার কাউকালী ও নানিয়াচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ১৮ মার্চ এদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহৃতরা হলেনÑ হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা (২৩) ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা (১৯)। ওই দিন সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে অস্ত্রধারী দুর্বৃত্তদল তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এরপর থেকে বিগত ১৫ দিনে এদের কোন হদিস না মেলায় এই ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
×