ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীরে সংঘর্ষে তিন সৈন্যসহ নিহত ২০

প্রকাশিত: ০৪:০৫, ৩ এপ্রিল ২০১৮

কাশ্মীরে সংঘর্ষে তিন সৈন্যসহ নিহত ২০

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রবিবারের এ ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি জানিয়েছে, রবিবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ও অনন্তনাগ জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হন। অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর তিন সৈন্য নিহত ও আরও চারজন আহত হয়েছেন। অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বেসামরিক বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভরত উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের গুলিতে চার বিক্ষোভকারী নিহত হন। দু’পক্ষের সংঘাতে আরও অন্তত ৬০-৬৫ জন আহত হন। আহতদের অনেককে শোপিয়ানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অশান্ত কাশ্মীরে একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কুয়েতে দুই বাসের সংঘর্ষে ১৫ তেলখনি শ্রমিক নিহত কুয়েতের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি তেল উত্তোলনকারী কোম্পানির ১৫ শ্রমিক নিহত হয়েছেন। রবিবারের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দমকল বিভাগের মুখপাত্র কর্নেল খলিল আমির। আরব নিউজ, দ্য টাইমস কুয়েত। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক ভারতীয় নাগরিকের অবস্থা সঙ্কটজনক। নিহত শ্রমিকরা বুরগান ড্রিলিং কোম্পানির কর্মী ছিলেন বলে জানিয়েছেন আমির। রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত অয়েল কোম্পানির (কেওসি) মোহাম্মদ আল বাসরি জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন ভারতীয়, পাঁচজন মিশরীয় ও তিনজন পাকিস্তানী। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সংঘর্ষে পড়া বাস দু’টির কিছু অংশ কেটে আহতদের উদ্ধার করা হয়।
×