ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলিতদের বন্ধে অচল ভারতের পাঁচ রাজ্য

প্রকাশিত: ০৪:০০, ৩ এপ্রিল ২০১৮

দলিতদের বন্ধে অচল ভারতের পাঁচ রাজ্য

ভারতের তফসিলী জাতি ও উপজাতি সংগঠনগুলোর ডাকা ভারত বন্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাঁচ রাজ্য। বিক্ষোভকারীদের হটাতে রাজস্থান ও মধ্যপ্রদেশে পুলিশ গুলি চালালে মধ্যপ্রদেশের মোরেনায় একজন নিহত হয়। সকাল থেকেই বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, দিল্লীসহ বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। ট্রেন ও সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বন্ধ সমর্থকরা। বিভিন্ন জায়গায় থমকে পড়ে দূরপাল্লার ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দোকানপাট ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়। জ্বালিয়ে দেয়া হয় বহু গাড়িও। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, বোতল ছুড়লে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। পুলিশের পাল্টা লাঠিচার্জে আহত হয়েছেন অনেক বিক্ষোভকারীও। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টারনেট ও মোবাইল সংযোগ রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ করে দিয়েছে প্রশাসন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরীক্ষা চালাল রাশিয়া রাশিয়া সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েকদিনের মাথায় এ ব্যবস্থার পরীক্ষা করল মস্কো। ওয়েবসাইট। রাশিয়ার এ্যারো¯েপস ফোর্সের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিভাগের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রে প্রিখোদকোর বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে, নতুন করে আধুনিকায়ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা সফলতার সঙ্গে তার লক্ষ্য পূরণ করেছে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। কাজাখস্তানের সারি শাগান কেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
×