ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৮:০১, ২ এপ্রিল ২০১৮

গোপালগঞ্জে বাস  খাদে পড়ে  ৮ জনের প্রাণহানি

বিডিনিউজ ॥ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি নৈশকোচ খাদে উল্টে পড়ে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৬ জন। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা পুলিশ জানায়। দ্রুতগতির বাসটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে খাদে উল্টে পড়ে বলে আহত যাত্রীরা জানিয়েছেন। প্রাণ হারানোদের মধ্যে বাসের সুপারভাইজার অসীম মাঝি (৩৫), যাত্রী হাসান মিয়া (২৫) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের মাখন বিশ্বাসের ছেলে দীপন বিশ্বাসের (২৮) পরিচয় জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সুপার বলেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের নৈশকোচটি বিশ্বম্ভরদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের সুপার ভাইজারসহ ছয়জন নিহত হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দীপনসহ দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি। ঘটনাস্থলে নিহত ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মীর ফাত্তার আলী বলেন, ‘রাত পৌনে ৩টায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়টি লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এছাড়া আহত ২৮ জনকে উদ্ধার করে আমাদের গাড়ি ও এ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠাই। তাদের সেখানে রাখা হয়নি। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেই।’ জয়পুরহাটে গৃহবধূ নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কোমরগ্রাম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ প্রাণ হারিয়েছে। সদর থানার পুলিশ জানায়, উল্লেখিত স্থানে ক্ষেতলাল উপজেলার ইকড়গাছা গ্রামের কামরুল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (২৮) পথ চলার সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।
×