ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ দফা দাবিতে চবির শাটল অবরোধ ॥ চালক অপহরণ

প্রকাশিত: ০৭:০৯, ২ এপ্রিল ২০১৮

৮ দফা দাবিতে চবির   শাটল অবরোধ ॥ চালক অপহরণ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ দফা দাবিতে শাটল ট্রেন অবরোধ কর্মসূচী পালন করেছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষার্থী নামক একটি সংগঠন। এতে সমর্থন দেয় চবি ছাত্রলীগের একাংশ। সকাল ১০টা থেকে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে কোন শাটল ছেড়ে আসেনি। ফলে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শিক্ষার্থীরা। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভাস্কর্য নির্মাণ, বিশ্ববিদ্যালয় শাটলের বগি বাড়ানো, সেশনজট কমানো, বিশ্ববিদ্যালয়ের হল থেকে খালেদা জিয়ার নাম মুছে দেয়াসহ ৮ দফা দাবিতে সকাল ১০টার দিকে শাটল ট্রেন অবরোধ করা হয়। এ সময় শাটলের চালক মোঃ কাউসারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ষোলশহর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর জানান, ১০টা ৪০ মিনিটের দিকে কাউসারকে চার মুখোশধারী ব্যক্তি তুলে নিয়ে যায়। পরে তাকে নগরীর বদ্দারহাট এলাকায় ছেড়ে দেয়া হয়। পরে ১টা ৪৫ মিনিটে থানায় অভিযোগ দেন কাউসার। এদিকে ৮ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন চবি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সেক্রেটারি ফজলে রাব্বি সুজন। তিনি বলেন, আমাদের কাছে এই দাবিগুলি যৌক্তিক মনে হয়েছে বিধায় আমরা এতে নৈতিক সমর্থন দিয়েছি। অন্যান্য দাবিগুলো হচ্ছেÑ বিএনপি জামায়াতের ক্যাডারদের নিয়োগ বাতিল, জামায়াত-বিএনপির হাতে নিহত ছাত্রনেতাদের খুনীদের বিচার, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগকৃতদের বহিষ্কার।
×