ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে দুই মন্দিরের জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:০৬, ২ এপ্রিল ২০১৮

জামালপুরে দুই মন্দিরের জমি অধিগ্রহণের  সিদ্ধান্তের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১ এপ্রিল ॥ জামালপুর শহরের প্রায় সোয়া ৩শ’ বছরের প্রাচীন হিন্দুধর্মীয় উপাসনালয় দয়াময়ী মন্দির এবং ১২১ বছরের প্রাচীন রাধামোহন জিউ মন্দির মার্কেটের জমি অধিগ্রহণের প্রতিবাদে রবিবার শহরের দয়াময়ী মোড়ে দুই মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন কর্মসূচী পালিত হয়েছে। শহরের দয়াময়ী মন্দির এলাকায় ১০৫ কোটি টাকা ব্যয়ে ‘জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনর্সংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন’ প্রকল্পের জন্য ৬১ শতাংশ জমি অধিগ্রহণ করেছে। এলজিইডির বাস্তবায়নে ইতিমধ্যে সেখানে কাজও শুরু হয়েছে। প্রস্তাবিত জমির মধ্যে দয়াময়ী মন্দিরের মার্কেট ভবনের সাড়ে ৮ শতাংশ এবং রাধামোহন জিউ মন্দিরের মার্কেট ভবনের ৫ শতাংশসহ সাড়ে ১৩ শতাংশ জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। এ নিয়ে সারা জেলায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে রবিবার শহরের দয়াময়ী মোড়ে হিন্দু সম্প্রদায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে জেলার সাতটি উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ কয়েক হাজার লোক অংশ নেন। এতে বক্তব্য রাখেন দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার সোম রানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, রাধামোহন জিউ মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি লক্ষ্মীচন্দ্র প-িত, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক ও দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রফুল্লচন্দ্র সরকার, পুরোহিত বিপুল কাঞ্জিলাল, মণিকা চক্রবর্তী প্রমুখ। পরে দয়াময়ী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাধামোহন জিউ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস। এ সময় দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি গোপালচন্দ্র সাহা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, অরূপ কুমার দত্ত অপু প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
×