ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরের জয়কালী দীঘির লিজ বাতিল দাবি

প্রকাশিত: ০৭:০১, ২ এপ্রিল ২০১৮

নাটোরের জয়কালী দীঘির লিজ বাতিল  দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ এপ্রিল ॥ জয়কালীবাড়ি দীঘির লিজ বাতিল করে সরকারের অনুকূলে প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাটোরের সচেতন হিন্দু সমাজের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খগেন রায়, জয়কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, হিন্দু মহাজোট নাটোর জেলা সভাপতি দেবাশীষ কুমার সরকারসহ অন্যরা। পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের যুগ্মা সম্পাদক রফিকুল ইসলাম নান্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, জয়কালীবাড়ি দীঘিটি নাটোর রাজের প্রতিষ্ঠিত জয়কালী মন্দিরের পূজা-অর্চনা ও অন্যান্য কর্ম সম্পাদনের জন্য খনন করা হয়েছিল। এ দীঘি দেবোত্তর সম্পত্তিও বটে। কিন্তু অজ্ঞাত কারণে ওই দীঘির আয় থেকে জয়কালীবাড়ি বঞ্চিত হচ্ছে। অন্যদিকে জয়কালীমাতার পূজা-অর্চনাদি সম্পাদনের জন্য সরকার নির্ধারিত এ্যানুইটিও দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না। এছাড়া লিজ প্রদানের সরকারী নিয়ম ভঙ্গ করে দীর্ঘদিনের জন্য দীঘিটি লিজ দেয়া হয়েছে। তারা দ্রুত লিজ বাতিল করে দীঘিটি জয়কালীবাড়ির অনুকূলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
×