ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামপালে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

প্রকাশিত: ০৭:০১, ২ এপ্রিল ২০১৮

রামপালে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হায়দার আলী (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। রামপাল উপজেলার কৈগরতাসকাটি গ্রামের সাপমারী তাপবিদ্যুত কেন্দ্র এলাকায় শনিবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে। র‌্যাব-৮ এর সিনিয়র ডিএডি আঃ খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হায়দার সুন্দরবনের একটি বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করছে র‌্যাব। র‌্যাব-৮-এর সিনিয়র ডিএডি আঃ খালেক জানান, রবিবার স্বারাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে রামপালের সাপমারী এলাকায় র‌্যাবের একটি টিম টহল দিতে থাকে। এ সময় ঐ এলাকায় গেলে গুলির শব্দ ও এলাকাবাসীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে বনদস্যুরা গুলি ছোড়ে। র‌্যাব ও পাল্টা গুলি ছোড়ে এ সময় প্রায় ১০ মিনিট গোলাগুলির পরে র‌্যাব ঘটনাস্থল থেকে হায়দার আলী গুলিবিদ্ধ মৃতদেহ এবং ১টি একনলা বন্দুক, ২টি কাটা বন্দুক, ১টি পিস্তল, ১২টি বন্দুকের তাজা গুলি ও ২১টি গুলির খোসা উদ্বার করে।
×