ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে যুবলীগ নেতা সৈকত হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০০, ২ এপ্রিল ২০১৮

নরসিংদীতে যুবলীগ নেতা সৈকত হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকত (৩৩)- হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সৈকতের বাবা হাজী রুস্তম আলী, মা জোসনা বেগম, ভাই খোরশেদ আলম প্রিন্স, স্ত্রী ফাহমিদা আক্তার নিশি, শিলমান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান কামরুল, বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজি রশীদ নওশের বক্তব্য রাখেন। সৈকত হত্যার ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ শিলমান্দি গ্রামের ব্যবসায়ী হাজী রুস্তম আলীর পুত্র মাহমুদুল হাসান সৈকত সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। গত মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া জামতলা নামক স্থানে সৈকতের মৃতদেহ ও প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
×