ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব

প্রকাশিত: ০৬:৫৮, ২ এপ্রিল ২০১৮

আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ৭ মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার তিনি নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল টি২০ আসরে খেলবেন। জাতীয় দলের সতীর্থ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে এবার দুই বছর আগের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ দলে টেনেছে সাকিবকে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে আজই তাদের সঙ্গে যোগ দেবেন সাকিব। বিকেলে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তিনি। শনিবার বিকেলে আইপিএলে অংশ নিতে মুস্তাফিজ দেশ ছাড়েন। ইতোমধ্যেই তিনি তার নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। দুই বছর তিনি সানরাইজার্সে খেলেছিলেন। এর মধ্যে ২০১৬ সালে প্রথমবার খেলেই সানরাইজার্সকে প্রথম আইপিএল শিরোপা পাইয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। আর মাত্র ৫ দিন পর এবারের আইপিএল মাঠে গড়াবে। ১১তম এই আসরে প্রথমবার ভিন্ন দলের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিবকে। গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। এরপর দু’টি সিরিজে খেলতে পারেননি এবং গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজ নিদাহাস ট্রফিতে ফাইনালসহ দুটি ম্যাচ খেলেছেন। ইনজুরি আক্রান্ত বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে। এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার জন্য পুরোপুরিই ফিট বাংলাদেশের টি২০ দলের এ অধিনায়ক। নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ এপ্রিল মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। আর দলের সঙ্গে যোগ দিতে এক সপ্তাহ আগেই সোমবার বিকেলে ভারত যাচ্ছেন টেস্ট ও ওয়ানডের বিশ্বসেরা এবং টি২০ ক্রিকেটে তিন নম্বর অলরাউন্ডার সাকিব।
×