ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:৫২, ২ এপ্রিল ২০১৮

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৭৮ রানে অলআউট করে দেয়ার পর তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২০২। মার্ক স্টোনম্যান ৬০ ও জো ভিন্স ৭৬ রান করে আউট হয়েছেন। অধিনায়ক জো রুট ৩০ ও ডেভিড মালান ব্যক্তিগত ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। সবমিলিয়ে ২৩১ রানের লিড অতিথিদের। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩০৭। অকল্যান্ডের প্রথম টেস্টে ইনিংস ও ৪৯ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক কিউইরা। সিরিজ হারতে না চাইলে সফরকারী ইংলিশদের এখানে জিততেই হবে। ম্যাচের চতুর্থদিনটা আজ দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আরও একবার ব্যর্থ এ্যালিস্টার কুক (১৪)। ট্রেন্ট বোল্টের স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হয়েছেন ইংল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। দ্বিতীয় উইকেটে মার্ক স্টোনম্যানের সঙ্গে ১২৩ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছেন ভিন্স। অতিথিদের জুটি ভাঙ্গে টিম সাউদির বলে বিজে ওয়াটলিংয়ের দুর্দান্ত এক ক্যাচে। ৬ চারে ৬০ রান করে ফিরে যান স্টোনম্যান। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি ভিন্স। বোল্টের বাজে এক বলে স্লিপে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৭৬ রানের চমৎকার ইনিংসটি। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া মালান দ্বিতীয় ইনিংসে জমে গেছেন। বরাবরের মতোই আস্থার সঙ্গে খেলছেন অধিনায়ক রুট। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দুইজনে গড়েছেন ৩৭ রানের জুটি। এর আগে হ্যাগলি ওভালে ৬ উইকেটে ১৯২ রান নিয়ে রবিবার তৃতীয়দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৭৭ রান নিয়ে দিন শুরু করা বিজে ওয়াটলিং এদিন বেশিক্ষণ টিকেননি। ৮৫ রান করে ফিরে যান এ্যান্ডারসনের দারুণ এক ইয়র্কারে। ইস সোধিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৬তম বারের মতো পাঁচ উইকেট নেন ব্রড। শুরু থেকে অতিথি বোলারদের ওপর চড়াও হওয়া সাউদি তুলে নেন নিজের ফিফটি। পঞ্চাশ ছোঁয়ার পরই এ্যান্ডারসনের ফুল লেন্থ ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে যান সাউদি। ৪৮ বলে খেলা তার ৫০ রানের ইনিংসে ৮টি চারের পাশে ছক্কা একটি। ২৩৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে ২৭৮ পর্যন্ত নিয়ে যান নিল ওয়াগনার ও বোল্ট। ইনিংসের শুরুতে একবার বাউন্সারে হেলমেটে আঘাত পাওয়া ওয়াগনার অপরাজিত থাকেন ২৪ রানে। ১৬ রান করা বোল্টকে ফিরিয়ে দেন ব্রড। ৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ব্রড, আরেক পেসার এ্যান্ডারসন ৪। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩০৭/১০ (৯৬.৫ ওভার; কুক ২, স্টোনম্যান ৩৫, ভিন্স ১৮, রুট ৩৭, মালান ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ১০১, ব্রড ৫, উড ৫২, লিচ ১৬, এ্যান্ডারসন ০*; বোল্ট ৪/৮৭, সাউদি ৬/৬২, ডি গ্র্যান্ডহোম ০/৪৪, ওয়াগনার ০/৬৯, সোধি ০/৩১) ও দ্বিতীয় ইনিংস ৬৬ ওভারে ২০২/৩ (কুক ১৪, স্টোনম্যান ৬০, ভিন্স ৭৬, রুট ৩০*, মালান ১৯*; বোল্ট ২/৩৮, সাউদি ১/৪২, ডি গ্র্যান্ডহোম ০/৩৭, ওয়েগনার ০/৩৮, সোধি ০/৪৬)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ২৭৮/১০ (৯৩.৩ ওভার; রাভাল ৫, লাথাম ০, উইলিয়ামসন ২২, টেইলর ২, নিকোলস ০, ওয়াটলিং ৮৫, ডি গ্র্যান্ডহোম ৭২, সাউদি ৫০, সোধি ১, ওয়াগনার ২৪*, বোল্ট ১৬; এ্যান্ডারসন ৪/৭৬, ব্রড ৬/৫৪, উড ০/৬৯, লিচ ০/৫২, রুট ০/৯, স্টোকস ০/১৭)। ** তৃতীয়দিন শেষে।
×