ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুলেও কেউ প্রশ্নপত্র ফাঁসে জড়িত হবেন না ॥ র‌্যাব ডিজি

প্রকাশিত: ০৫:৪৩, ২ এপ্রিল ২০১৮

ভুলেও কেউ প্রশ্নপত্র ফাঁসে জড়িত হবেন না ॥ র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার বাগেরহাট ॥ ‘সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। র‌্যাবও মাঠে থাকবে। ভুলেও কেউ প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির সাথে জড়িত হবেন না। জড়িত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’ রবিবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা বলেছেন। কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আমরাও (র‌্যাব) মাঠে রয়েছি। ভুলেও কেউ প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির সঙ্গে জড়িত হবেন না। কোন সোশ্যাল মিডিয়া বা কোন ব্যক্তি বা কোন চক্র প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত হলে সে যেই হোক না কেন তাকে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, র‌্যাব-৬-এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাব-৮-এর সিইও হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।
×