ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপন তথ্য ডাউনলোডে সক্ষম

প্রকাশিত: ০৫:৪২, ২ এপ্রিল ২০১৮

গোপন তথ্য ডাউনলোডে সক্ষম

কোন ওয়ারেন্ট ছাড়াই যুক্তরাজ্যের পুলিশ যে কারও মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারে, একটি ভিডিওতে এমন বিস্ময়কর ঘটনা দেখা গেছে। ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা কিভাবে একটি মেশিন ব্যবহার করে মোবাইল থেকে লোকেশন তথ্য, মুছে ফেলা ছবি, এনক্রিপটেড মেসেজসহ সব ধরনের তথ্য নিতে পারে। লন্ডনভিত্তিক চ্যারিটি প্রাইভেসি ইন্টারন্যাশনাল এই বিষয়টি তুলে ধরেছে যে, পুলিশ কিভাবে জনগণের পাসওয়ার্ড, ইন্টারনেট সার্চ এবং ইমেলগুলো পূর্বে অনুমতি ছাড়াই এ্যাকসেস করতে পারে। বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশিয়ার শোতে দেখানো এই প্রযুক্তিটি বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে কমপক্ষে ২৬টি পুলিশ বাহিনী ব্যবহার করছে। অন্যের কাছে পাঠানো মেসেজ, মোবাইল থেকে ডিলিট করা মেসেজ এই মেশিনের মাধ্যমে কর্মকর্তারা সহজেই এ্যাকসেস করতে পারেন। ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিলের তথ্য মতে, তথ্য ডাউনলোড করার সিদ্ধান্তটি কেস-টু-কেস ভিত্তিতে নেয়া হয়েছে। তবে পুলিশের এই ক্ষমতা সম্পর্কে কখনও পাবলিক ঘোষণা দেয়া হয়নি। এ ব্যাপারে প্রাইভেসি ইন্টারন্যাশনাল পুলিশের ৪৭টি সংস্থার সঙ্গে কথা বলেছে। কেবল ৮টি সংস্থা জানিয়েছে যে, এই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাটি তারা বাস্তবায়ন করেছে। ভিক্টোরিয়া ডার্বিশিয়ার শোতে প্রাইভেসি ইন্টারন্যাশনালের একজন আইনজীবী মিলি গ্রাহাম-উড বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, এ প্রযুক্তিতে কোন পূর্ব অভিযোগ ছাড়াই গ্রেফতারের ঘটনা ঘটতে পারে।’ কোন ওয়ারেন্ট ছাড়াই মোবাইলের ডাটা ডাউনলোডে ডিভাইসটি ব্যবহার করতে পারে পুলিশ। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘অপরাধ মোকাবেলায় পুলিশের উপযুক্ত ক্ষমতা প্রয়োজন’। -ডেইলি মেইল
×