ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিখোঁজ আইনজীবী উদ্ধারের দাবিতে রংপুরের আদালতে ধর্মঘট পালন

প্রকাশিত: ০৫:১৭, ২ এপ্রিল ২০১৮

 নিখোঁজ আইনজীবী  উদ্ধারের দাবিতে রংপুরের আদালতে  ধর্মঘট পালন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ এপ্রিল ॥ রংপুরের বিশেষ আদালতের পিপি নিখোঁজ রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে রবিবার রংপুর ছিল উত্তাল। সকাল থেকে বিভিন্ন সংগঠন মানববন্ধন বিক্ষোভ ডিসি অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। আইনজীবীরাও রংপুরের সব আদালতে ধর্মঘট পালন করেছে। সকাল থেকে রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে রংপুরের সব আদালতে পূর্ণদিবস ধর্মঘট পালিত হয়েছে। তারা আদালতে কোন বিচার কার্যে অংশ নেননি। দুপুরে আদালত চত্বর থেকে মৌন মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে আইনজীবীরা। মানববন্ধনে বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, তাদের আমরা অবিশ্বাস করতে চাই না। তবে ৩ দিনেও তাকে উদ্ধার করা যায়নি কেন আইনজীবীরা জানতে চায়। তারা আইনজীবীদের নিরাপত্তা প্রদান ও বাবু সোনাকে উদ্ধার করার দাবি জানান। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ রংপুর জেলা শাখা ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন, ঐক্যপরিষদের সভাপতি বনমালী পাল ও ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল। সমাবেশে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে বলা হয়, বাবু সোনাকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচী দেয়া হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ডিসি অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে তারা। অন্যদিকে একই দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে রংপুর টাউন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করে তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তব্য দেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মোঃ জুন্নুন। তিনি অভিযোগ করেন, বাবু সোনা শুধু আইনজীবী ছিলেন না। তিনি রংপুর জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। তিন দিন অতিবাহিত হওয়ার পরেও কেন তাকে উদ্ধার করা হলো না আমরা তা জানতে চাই। তিনি অবিলম্বে তাকে উদ্ধার করার দাবি জানান। এদিকে, দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ নিখোঁজ আইনজীবী বাবু সোনার নগরীর আলমনগর বাবুপাড়ার বাসায় যান। সেখানে তার স্ত্রী দীপা ভৌমিক, ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি জঙ্গী মামলার পিপি ছিলেন। এ ঘটনার সঙ্গে জঙ্গী সংশ্লিষ্টতাসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজ হয়েছেন, না তাকে অপহরণ করা হয়েছে, নাকি তিনি স্বেচ্ছায় আত্মগোপন করছেন আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। তিনি বলেন, আমরা রহস্য উদ্ঘাটনের আপ্রাণ চেষ্টা করছি। এ পর্যন্ত সন্দেহভাজন দু’তিন জনকে চিহ্নত করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে ডিআইজি গোলাম ফারুক বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেখানে সিসি টিভি রয়েছে সেগুলোর ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলোও খাতিয়ে দেখা হচ্ছে। আপনাদের এখন কিছু বলা যাবে না। তাদের ব্যাপারে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করছি। এখনই কিছু বলা যাচ্ছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, জঙ্গীদের কাজের ধরন ভিন্ন তাদের কাজ হচ্ছে হিট করা। এ ঘটনায় জঙ্গী সংশ্লিষ্টতা আছে কিনা তাও আমরা খাতিয়ে দেখছি। ডেপুটি পুলিশ কমিশনার বলেন, উনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন ওনার বাড়ির সামনে একটি লাল রঙের মোটরসাইকেল ছিল। তিনি সেই মোটরসাইকেলটিতে চড়ে গেছেন কিনা সেটা কেউ দেখেনি। আমরা সে বিষয়টিও মাথায় রেখেছি। সেটাও খাতিয়ে দেখছি। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর ডিআইজি অফিস ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। নীলফামারীতে মানববন্ধন ॥ জাপানী নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রংপুর জজ কোর্টের সরকারী কৌশলী রংপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের বিভাগীয় ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিককে (৫৮) উদ্ধারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের আয়োজনে রবিবার বিকেল চারটার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধণ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক খোকা রাম রায়, সদস্য উত্তম কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, দফতর সম্পাদক পরিতোষ কুমার রায় প্রমুখ। বক্তারা সুস্থ অবস্থায় দ্রুত রথীশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দাবি জানান।
×