ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ ও ৬ এপ্রিল আওয়ামী লীগ ফরম বিতরণ করবে

প্রকাশিত: ০৫:১৫, ২ এপ্রিল ২০১৮

৫ ও ৬ এপ্রিল আওয়ামী লীগ ফরম বিতরণ করবে

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। আগামী ৫ ও ৬ এপ্রিল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। পরদিন ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে হবে। রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র পদে মনোনয়নের ক্ষেত্রে ওই দুই সিটি কর্পোরেশনের আওতাধীন মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, জনপ্রিয়তা ইত্যাদি উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, সিটি কর্পোরেশনে নির্বাচনে যাদের নাম দফতরে পাঠাবে শুধু তারাই আওয়ামী লীগের ফরম ক্রয় করতে পারবেন। জানা গেছে, মনোনয়নপত্রের আবেদন ফরম জমা হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে আগ্রহীদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়ে যোগ্য প্রার্থী বাছাই করে তাকে দলের একক মনোনয়ন দেয়া হবে। সিটি কর্পোরশেনের মেয়র পদটি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। একই সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনভুক্ত ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্ব-স্ব ওয়ার্ডগুলোকে ৩ সদস্যের প্যানেল তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে বলা হয়েছে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
×