ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীতে যাত্রী ও মাহেন্দ্র চালকের মধ্যে সংঘর্ষ আহত ১৫

প্রকাশিত: ০৪:৫০, ২ এপ্রিল ২০১৮

 আমতলীতে যাত্রী ও  মাহেন্দ্র চালকের  মধ্যে সংঘর্ষ  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ এপ্রিল ॥ আমতলী উপজেলার মহিষকাটা স্ট্যান্ডে শনিবার রাত সাড়ে সাতটার দিকে যাত্রী ও মাহেন্দ্র চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার মহিষকাটা স্ট্যান্ডে যাত্রী বোঝাই মাহেন্দ্র গাড়িতে কিসলু নামের এক যাত্রী আমতলী যাওয়ার জন্য উঠে বসে। যাত্রী বোঝাই হয়ে গেলেও চালক জাহিদুল ইসলাম গাড়ি ছাড়ছে না। এ সময় যাত্রী কিসলু গিয়ে চালককে গাড়ি ছাড়ার জন্য বলেন। এ নিয়ে মাহেন্দ্র চালক ও যাত্রী কিসলুর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় উভয়ের মধ্যে মারামারি হয়। চালক জাহিদুল যাত্রীকে তার হাতে থাকা চাবি দিয়ে মাথায় আঘাত করে। এতে যাত্রী কিসলুর মাথা ফেটে যায়। চালক জাহিদুল বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি হুইলার সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন মৃধাকে মুঠোফোনে এ ঘটনা জানায়। খবর পেয়ে খোকন মৃধা ও তার ৩০/৪০ জন সহযোগী মাহেন্দ্র চালক ঘটনাস্থলে যায়। পরে কথা কাটাকাটির এক পর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×