ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী নেতৃত্বে অবদান রাখায় দীপু মনিকে বিশেষ সম্মাননা

প্রকাশিত: ০৪:৪৭, ২ এপ্রিল ২০১৮

নারী নেতৃত্বে অবদান রাখায় দীপু মনিকে বিশেষ সম্মাননা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পীকার সাবিনা আখতার, নারী বিশেষ অবদানের জন্য কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্প্রতি সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা আঞ্জু, সহ-সভাপতি হুসনা মতিন, যুক্তরাজ্য যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা, সহ-সাধারণ সম্পাদক শাহিন লীনা, লন্ডন আওয়ামী লীগের সৈয়দ এহসান, আন্বারুল ইসলাম, লেবার পার্টির ফারুক আহমেদ ও আহবাব হুসাইন প্রমুখ। সাজিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই ডাঃ দীপু মনি এমপির সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ ডাঃ দীপু মনির রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং কর্মময় জীবন নিয়ে বিশদভাবে আলোচনা করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী ডাঃ দীপু মনির আন্তর্জাতিক অর্জনগুলো তুলে ধরেন। লন্ডন ইউনিভার্সিটির ইউকের শিক্ষা ক্ষেত্রে গ্রাজুয়েট কোর্সে নারীদের অন্তর্ভুক্তির ১৫০ বছর পূর্তিতে এ যাবতকালের শিক্ষার্থীদের মাঝ থেকে ১৫০ জন গ্রাজুয়েটদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলÑ তাদের মাঝে শেরি ব্লেয়ার, প্রিন্সেস এ্যান, হেলেনা কেনেডি পাশাপাশি বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী ডাঃ দীপু মনিকে অভিনন্দন জানানো হয়। সম্প্রতি কমনওয়েলথ ইলেকশন অবজারভেশন গাইডলাইন রিভিউ প্যানেলের জন্য একটি হাই লেভেল প্যানেল গঠন করা হয় এবং সেখানে এশিয়ান কমনওয়েলথ দেশ থেকে বাংলাদেশের ডাঃ দীপু মনিকে নির্বাচন করায় অনুষ্ঠানের সবাই তাকে অভিনন্দন জানান। সম্মাননা তুলে দেয়ার সময় স্পীকার সাবিনা আখতার বলেন, ডাঃ দীপু মনি সফল নারীদের মধ্যে উজ্জ্বল উদাহরণ। তিনি নারীদের অগ্রযাত্রায়অনুসরণীয়, অনুকরণীয়। তিনি তার কর্মে, চিন্তা চেতনায়, সাহসিকতায়, ধ্যান-ধারণায় দৃঢ় চেতনার পরিচয় দিয়েছেন। ইচ্ছাশক্তি থাকলে যে কোন বাধা বিপত্তিকে যে অতিক্রম করা সম্ভব ডাঃ দীপু মনি প্রমাণ করেছেন। তিনি একাধারে চিকিৎসক, রাজনীতিবিদ, আইনজীবী, গৃহিণী এবং মা। নারীদের কাছে তো বটেই পুরুষদের কাছেও তিনি উৎসাহ অনুপ্রেরণার একজন মানুষ। -বিজ্ঞপ্তি
×