ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী সপ্তাহে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের নিয়ে বসবেন

রড-সিমেন্টের মূল্যবৃদ্ধি রোধে বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ

প্রকাশিত: ০৪:৪৭, ২ এপ্রিল ২০১৮

রড-সিমেন্টের মূল্যবৃদ্ধি রোধে বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে চলমান রড ও সিমেন্টের সাম্প্রতিক মূল্য বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট সব পক্ষের ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধির লাগাম টানতে আগামী সপ্তাহে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথা শোনেন। ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর তোফায়েল আহমেদ বলেন, রডের দাম বাড়ার সঙ্গে কাঁচামাল আমদানিতে শুল্ক, বন্দরে জাহাজ আনলোড না হওয়া, পরিবহনে খরচ বেশি হওয়া এসব বিষয় জড়িত। তাই এসব সমস্যা সমাধানে আগামী ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে ব্যবসায়ীরাও থাকবেন। তিনি বলেন, রড-সিমেন্টের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নির্বাচনের বছরে এ কারণে আমাদের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমার নির্বাচনী এলাকাতেও উন্নয়ন কর্মকা- বন্ধ রয়েছে। তবে এটাওতো স্বাভাবিক যারা রড-সিমেন্ট উৎপাদন করে তারাওতো লস করবে না। সরকারী বাণিজ্য সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে, এক মাস আগে ৬০ গ্রেডের রডের বাজার মূল্য ছিল ৫৯ থেকে ৬০ হাজার টাকা এবং ৪০ গ্রেডের রডের বাজার মূল্য ৫০ থেকে ৫১ হাজার টাকা। এখন ৬০ গ্রেডের রডের বাজার মূল্য ৬৯ থেকে ৭২ হাজার টাকা। আর ৪০ গ্রেডের দাম ৫৭ হাজার থেকে ৬০ হাজার টাকা। তবে বাংলাদেশ অটো রি-রোলিং স্টিল মিলস এ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন জানান, রবিবার বাংলাদেশের বাজারে রডের দাম প্রতিটন ৬৮ হাজার টাকা। শুধু রডের মূল্য নয়, নির্মাণশিল্পের অপরিহার্য পণ্য সিমেন্ট ও ইটের দামও বেড়েছে। কোম্পানি ভেদে সিমেন্টের দাম বেড়েছে বস্তাপ্রতি প্রায় ১০০ টাকা এবং ইটের বেড়েছে প্রতি হাজারে এক হাজার টাকা। ৩৬০ থেকে ৩৯০ টাকার সিমেন্টের বস্তা এখন ৪৭০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিবশুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ অটো রি-রোলিং স্টিল মিলস এ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন, সিমেন্ট মিলস এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামালসহ অবকাঠামো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ ও মূল্য স্বাভাবিক থাকবে। চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি পণ্যের মজুত রয়েছে। আসন্ন পবিত্র রমজানে ব্যবসায়ী বা ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশে উৎপাদনের পাশাপাশি চাল, ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। সঙ্গত কারণে পবিত্র রমজান মাসে এ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে, মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নেই।
×