ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়ায় সাবেক এনবিআর চেয়ারম্যানের গাড়িবহরে প্রতিপক্ষের হামলা

প্রকাশিত: ০৪:৪৬, ২ এপ্রিল ২০১৮

কচুয়ায় সাবেক এনবিআর চেয়ারম্যানের গাড়িবহরে প্রতিপক্ষের হামলা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১ এপ্রিল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের পথে কচুয়া উপজেলার আশ্রাফপুর কাঁঠাল বাগান, রাজাপুর সকিনার দালান ও রাজাপুর তুলা গাছতলা এলাকায় গাড়ি ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে এনবিআরের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মোঃ গোলাম হোসেনের নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত ও দশটি গাড়ি ভাংচুর ও কয়েকটি গাড়ি আটক করে রাখে প্রতিপক্ষ। আহতরা হলো- উপজেলার তুলপাই গ্রামের খোকন, মোস্তফা, কাউছার, আমুজান গ্রামের আ’লীগ নেতা মকবুল হোসেন, কেশরকোর্ট গ্রামের কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাক, আশ্রাফপুর গ্রামের শ্রমিকলীগ নেতা বাসার, রাজাপুর গ্রামের ছাত্রলীগ নেতা রিয়াত ও রুবেল। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়ার হাসিমপুরস্থ ফয়েজুন নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের সদস্য গোলাম হোসেনের কর্মী আওয়ামী লীগ নেতা জোবায়ের হোসেন জানান, সকাল সাড়ে নয়টায় সময় আলহাজ গোলাম হোসেনের নেতৃত্বে চাঁদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় পথিমধ্যে কাঁঠাল বাগান, সকিনার দালান ও রাজাপুর এলাকায় প্রতিপক্ষের নেতাকর্মীরা আমাদের গাড়িবহরে হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করে। আলহাজ গোলাম হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা মারধর, ভাংচুর করেছে তাদের বোঝা উচিত তিনি বঙ্গবন্ধুর অদর্শের রাজনীতি করেন বলেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন। এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনর সত্যতা স্বীকার করে বলেন, এনবিআরের সাবেক চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও আটকের বিষয়ে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাদের পুলিশী পাহারায় কচুয়ার সীমানা পার করে দিয়েছি। তাছাড়া কচুয়ায় যে কোন বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।
×