ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের জন্য ইমোজি আনছে এ্যাপল

প্রকাশিত: ০৪:৪৪, ২ এপ্রিল ২০১৮

প্রতিবন্ধীদের জন্য ইমোজি আনছে এ্যাপল

এবার প্রতিবন্ধী মানুষের সুবিধার্থে বেশকিছু নতুন ইমোজি নিয়ে আসার প্রস্তাব দিয়েছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। সম্প্রতি নতুন ইমোজির অনুমোদন দানকারী সংস্থা ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। বিবিসির খবরে প্রকাশ, সব মিলিয়ে ১৩টি নতুন ইমোজি আনতে চাচ্ছে এ্যাপল। এর মধ্যে রয়েছে গাইড ডগ (পথ চলার সহায়ক হিসেবে কুকুর), হুইল চেয়ার ব্যবহারকারী, কৃত্রিম হাত ইত্যাদি। এ্যাপল মনে করছে, এই ইমোজিগুলো আনা হলে প্রতিবন্ধীদের নিজেদের উপস্থাপন সহজ হবে। ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠানো প্রস্তাবনায় এ্যাপল জানায়, বর্তমানে ইমোজি বিস্তৃত ধারণা প্রকাশ করে। কিন্তু প্রতিবন্ধীদের উপস্থাপনের জন্য এগুলো কার্যকর নয়। এ্যাপলের ইমোজি দাখিলের প্রস্তাবনা সম্পর্কে ইমোজিপিডিয়া এক টুইটার পোস্টে জানায়, ইউনিকোডের কাছে কয়েকটি ইমোজির বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে এ্যাপল। অনুমোদন দেয়া হলে সামনের বছর এ গুলো স্মার্টফোনে ব্যবহার করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×