ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা সিএক্সও সামিট অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪১, ২ এপ্রিল ২০১৮

ঢাকা সিএক্সও সামিট অনুষ্ঠিত

দেশের টেকসই অর্থনীতিতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিক উৎকর্ষের গুরুত্বের ওপর আলোকপাত করতে শনিবার ‘ঢাকা সিএক্সও সামিটে’ একত্রিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সি-লেভেল পর্যায়ের নির্বাহীগণ। স্থানীয় এক হোটেলে আয়োজিত সম্মেলনের শুরু হয় প্রাতিষ্ঠানিক, ব্যক্তিক ও আর্থিক উৎকর্ষ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, মার্কস এ্যান্ড স্পেন্সার বিডি’র কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক এবং ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ। সম্মেলনে ‘কৌশলগত উৎকর্ষ’, ‘বাস্তবায়নগত উৎকর্ষ’, ‘ব্যক্তিগত উৎকর্ষ’ এবং ‘উদ্ভাবনের উৎকর্ষ’- এর মতো বৈচিত্র্যময় চারটি বিষয়ের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এসব আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট নেতৃবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের উন্মুক্ত আলোচনার মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের সমাপনী ঘটে। -অর্থনৈতিক রিপোর্টার
×