ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লু ইকোনমির সুফল পেতে কাজ করতে চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৪:৪১, ২ এপ্রিল ২০১৮

ব্লু ইকোনমির সুফল পেতে কাজ করতে চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন সমুদ্রসীমার অধিকার পাওয়ার পর বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিতে যে অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার সদ্যবহার করে সুফল পেতে কাজ করবে এফবিসিসিআই। রবিবার এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ারস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। মৎস্য আহরণ ও পর্যটন ছাড়াও ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বলে জানিয়েছে এফবিসিসিআই। এছাড়া যথাযথ পরিকল্পনা নিয়ে কাজ করতে বিশেষভাবে আগ্রহী সংগঠনটি। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নে লক্ষ্যে এফবিসিসিআই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চেয়েছে। সভায় কমিটির চেয়ারম্যান কাজী খুররম আহমেদ সভাপতিত্ব করেন। স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্ট্রর ইনচার্জ মোহাম্মদ রিয়াদ আলী সভায় কমিটির ভবিষ্যত কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া সভায় বিভিন্ন খাত থেকে আসা সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন।
×