ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যতিক্রমী পুরস্কার প্রদান!

প্রকাশিত: ০৪:৩৬, ২ এপ্রিল ২০১৮

ব্যতিক্রমী পুরস্কার প্রদান!

স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনে মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুক্রবার সন্ধ্যায়। এ পুরস্কারের এবার ছিল ২০তম আসর। অনুষ্ঠান শুরু হয় বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের খুদে শিক্ষার্থীদের সেতার বাদনের মধ্যদিয়ে। দর্শকদের করতালির ভেতর দিয়ে খুদেরা মঞ্চ ছাড়লে সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের আহ্বানে স্বাগত জানাতে আসেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস জেসমিন জামান। শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান শ্রদ্ধাভরে স্মরণ করেন মেরিল-প্রথম আলোর মঞ্চ আলোকিত করা সেই প্রিয়মুখগুলোকে, যাঁরা পেয়েছিলেন আজীবন সম্মাননা। আজ তাঁরা আর আমাদের মধ্যে নেই। তাঁরা হলেন সোহরাব হোসেন, সুভাষ দত্ত, আবদুল লতিফ, শাহ আবদুল করিম, কলিম শরাফী, বেবী ইসলাম, সুধীন দাশ, রামকানাই দাশ, ফিরোজা বেগম ও নায়করাজ রাজ্জাক। এবার আজীবন সম্মাননা পেলেন জননন্দিত চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এবার বাজনার তালে তালে নৃত্যমঞ্চে এলেন জনপ্রিয় নায়ক ফেরদৌস। তাঁর সঙ্গে অভিনেত্রী পূজা। মেরিল-প্রথম আলোর জমকালো ২০তম অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানালেন ফেরদৌস। ‘নাগিনী সাপিনী আয় তোরা আয়’ গানের সুরে সবাই মিলে একঝলক নাগিন নৃত্যও পরিবেশন করলেন মঞ্চে। এরপর শুরু“হলো সেই বহুল প্রতিক্ষীত পুরস্কার বিতরণের পালা। চলচ্চিত্র, টিভি ও সঙ্গীতের বিভিন্ন বিভাগে মোট ১৫টি পুরস্কার দেয়া হয় এ বছর। পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে ছিল জনপ্রিয় গানগুলোর সঙ্গে মনমাতানো নৃত্য, ফেরদৌস-পূর্ণিমার সরস কথাবার্তা আর খুনসুটি। ‘আমার মন বলে তুমি আসবে’ গানের সঙ্গে ববিতাকে উৎসর্গ করা নাচে অংশ নেন পপি, ইমন, নীরব ও রোশান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পর্যায়ক্রমে ক্রেস্ট তুলে দেন রামেন্দু মজুমদার, দিলারা জামান, লায়লা হাসান, গিয়াস উদ্দিন সেলিম, সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির, ড. ইনামুল হক, লাকি ইনাম, ফারুক, শর্মিলী আহমেদ, আমজাদ হোসেন, সুচন্দা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলমগীর, রোজিনা, বাপ্পারাজ, স¤্রাট, সারা যাকের, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, অপি করিম, এন্ড্রু কিশোর, অদিতি মহসিন, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শাবনূর, পপি, ওমর সানী ও মৌসুমী। আরিফিন শুভ ও মাহি পরিবেশন করলেন নৃত্য।
×