ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীন-আফ্রিকা সুসম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে গড়ে উঠেছে ॥ নামিবীয় প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:৩১, ২ এপ্রিল ২০১৮

চীন-আফ্রিকা সুসম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে গড়ে উঠেছে ॥ নামিবীয় প্রেসিডেন্ট

চীন আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না বলে মন্তব্য করেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হজে গেইনগব। রাষ্ট্রীয় সফরে চীনে থাকা গেইনগব এ কথা বলেছেন, শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। গেইনগব বলেন, চীন ও নামিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব কথা ছড়ানো হয় সেগুলো অর্থহীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে আফ্রিকার সহযোগিতা বাড়লে উভয়পক্ষই লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা পরিণত, আমরা বন্ধু বেছে নিতে পারি, যা চাই, যা আমাদের জন্য ভাল বেছে নিতে পারি তাও। সমমর্যাদার ভিত্তিতে চীন ও আফ্রিকার সহযোগিতা অগ্রসর হচ্ছে মন্তব্য করে গেইনগব আরও বলেছেন, ‘চীন আমাদের পণ্যগুলোতে যে পরিমাণ মূল্য সংযোজন করেছে অন্য কোন দেশ তা পারেনি। প্রযুক্তি স্থানান্তর ও নতুন চাকরি সৃষ্টির ক্ষেত্রেও তারা অনেক কিছু করছে’। সাম্প্রতিক সময়ে বিশ্বে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে চীন তার মনোযোগ আফ্রিকার দিকে কেন্দ্রীভূত করেছে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের। আফ্রিকা মহাদেশের অবকাঠামো উন্নয়নে বেজিংয়ের নেয়া শত শত কোটি ডলারের নির্মাণ প্রকল্প সেই উদ্দেশ্যেই বলে মনে করছেন তারা। আফ্রিকার দেশগুলোর তেল ও খনিজের মতো প্রাকৃতিক সম্পদের ওপর ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বেইজিংয়ের মূল লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন কোন কোন বিশ্লেষক।
×