ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ ফের ভাসাল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৪:৩১, ২ এপ্রিল ২০১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে  যাওয়া জাহাজ ফের ভাসাল শ্রীলঙ্কা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানী বিমানের বোমা হামলায় ডুবে যাওয়া ব্রিটিশ একটি যাত্রীবাহী জাহাজ ৭৫ বছর পর ফের জেগে উঠল শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে। ১৯৪২ সালে এসএস সাগাইং নামের ডুবন্ত ওই জাহাজ থেকে অধিকাংশ যাত্রী ও মালামালের বেশিরভাগ অংশই উদ্ধার করা সম্ভব হয়েছিল; কয়েক দশক পর শ্রীলঙ্কান নৌবাহিনীর একদল ডুবুরির সহায়তায় জাহাজটি ফের জলে ভাসল। এতদিন ধরে জাহাজটি ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট নিচে ছিল। জলে ভাসানোর আগে ক্ষতিগ্রস্ত এসএস সাগাইংকে পোতাশ্রয়ে থাকা নৌবাহিনীর অন্যান্য জাহাজের জেটি হিসেবেও ব্যবহার করা হতো। জাহাজটিকে ফের সাগরে ভাসাতে শ্রীলঙ্কার ইস্টার্ন নেভাল কমান্ড ইউনিটকে কয়েক মাসের উদ্ধার অভিযান চালাতে হয়েছে। শনিবার এক বিবৃতিতে লঙ্কান নৌবাহিনী জানিয়েছে, জলে ভাসাতে ৪৫২ ফুট দীর্ঘ নৌযানটির মূল অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি করতে হয়েছে। -বিবিসি
×