ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা থেকে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে

প্রকাশিত: ০৪:৩০, ২ এপ্রিল ২০১৮

গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা থেকে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে

সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর দৌমা থেকে গুরুতর আহতদের সরিয়ে নিতে সব পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। শনিবার দৌমা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী জইশ আল-ইসলাম, শহরটির নাগরিক নেতৃবৃন্দ ও রাশিয়ার মধ্যে আলোচনার পর এ সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী গুরুতর আহতদের দৌমা থেকে সরিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে নিয়ে যাওয়া হবে। পূর্ব গৌতা পুনরুদ্ধার অভিযানে নামা সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্র বেসামরিক বাহিনীগুলো দৌমা ঘিরে রেখেছে। তবে এ অভিযান থেকে দৌমাকে অব্যাহতি দেয়া যায় কিনা তা নিয়ে পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। শহরটিতে এখনও রয়ে যাওয়া প্রায় লাখখানেক বাসিন্দাকে সরিয়ে নেওয়ার চুক্তি করতে তারা আলোচনা করছে, এমন তথ্য অস্বীকার করেছে বিদ্রোহীরা। কেবল গুরুতর আহতদের সরিয়ে নেয়ার বিষয়ে শনিবার রাতে রুশ সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সমঝোতা হয়েছে। বিদ্রোহীরা আশা করছে, আলোচনার মাধ্যমে মস্কোর সুরক্ষায় তারা শহরটি থেকে যেতে পারবে। পূর্ব গৌতায় সরকারী বাহিনীর টানা ছয় সপ্তাহের বোমাবর্ষণের পর অঞ্চলটির হাজার হাজার বিদ্রোহী নিরাপদে সরে যাওয়ার এক চুক্তির অধীনে উত্তরাঞ্চলীয় শহর ইদলিবে চলে গেছে। যারা এখনও দৌমায় থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তাদের দ্রুত শহরটি ছাড়ার তাগিদ দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী, না হলে পূর্ণ মাত্রার অভিযানের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সংলগ্ন পূর্ব গৌতায় এক সময় প্রায় ২০ লাখ বাসিন্দা ছিল। কিন্তু কয়েক বছর ধরে অবরোধের মধ্যে থাকার পর অঞ্চলটির বাসিন্দা প্রায় চার লাখে নেমে আসে। -বিবিসি।
×