ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাগারে অগ্নিকান্ড

ভেনিজুয়েলায় পাঁচ পুলিশ কমান্ডার গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩০, ২ এপ্রিল ২০১৮

ভেনিজুয়েলায় পাঁচ পুলিশ কমান্ডার গ্রেফতার

ভেনিজুয়েলা কর্তৃপক্ষ রাজ্যের একটি পুলিশ সদর দফতর কারাগারে ভয়াবহ অগ্নিকা-ে জড়িত থাকার সন্দেহে পাঁচ পুলিশ কমান্ডারকে গ্রেফতার করেছে। ভয়াবহ ওই অগ্নিকা-ে ৬৮ নাগরিক নিহত হন। শনিবার দেশটির প্রধান কৌঁসুলি তারেক উইলিয়াম সাব এ কথা জানিয়েছেন। - খবর এএফপির বুধবার ভেনিজুয়েলার তৃতীয় বৃহত্তম নগরী ভেলেনসিয়ার প্রধান পুলিশ স্টেশনে এই অগ্নিকান্ড ঘটে। এই ঘটনায় দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ বিষয়টির নিন্দা জানিয়েছে। কারাবন্দীদের অধিকার সংক্রান্ত একটি সংস্থা, উনা ভেনটানা এ লা লিবারটেড ( এ উইনডো অন ফ্রিডম) বলেছে, আটককৃতরা পালিয়ে যাওয়ার উদ্দেশে বিছানায় আগুন ধরিয়ে দেয়। এতে করে অতি দ্রুত ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৬৬ কারাবন্দী ও দর্শনপ্রার্থী দুই নারী এ ঘটনায় নিহত হয়েছেন। সাব টুইটারে জানিয়েছেন, পাঁচ কমান্ডারকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্যে দায়ী করে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আঞ্চলিক পুলিশ হেড কোয়ার্টারে ৬৮ নাগরিকের মৃত্যু হয়েছে।
×