ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু ইস্যুতে এগিয়ে ২০ মার্কিন অঙ্গরাজ্য

প্রকাশিত: ০৪:৩০, ২ এপ্রিল ২০১৮

 জলবায়ু ইস্যুতে  এগিয়ে ২০  মার্কিন অঙ্গরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বসূরি বারাক ওবামার কাছ থেকে পাওয়া অনেক জলবায়ু পরিবর্তন বিধি বাতিল করেছেন। এসবের মধ্যে প্রাকৃতিক তেল ও গ্যাস উত্তোলন থেকে বিপন্ন প্রাণীদের রক্ষার জন্য নেয়া বিভিন্ন নিয়ম-কানুন পরিবর্তন করার মতো বিষয়গুলো রয়েছে। তবে ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ভিষয়টিকে গুরুত্ব না দিলেও বিভিন্ন মার্কিন অঙ্গরাজ্য এ বিষয়ে বেশ সচেতন।- এএফপি অনেক রাজ্য প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে কার্বন নির্গমন রোধের লক্ষ্য পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তির সমর্থকরা মনে করেন অঙ্গরাজ্য পর্যায়ে গৃহীত পদক্ষেপ কার্বন নির্গমন হ্রাসে ভূমিকা রাখতে পারে। এটি করা সম্ভব হলে যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার কমবে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কার্বন নির্গমন কমানোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ি থেকে কার্বন নির্গমনের মাত্রা কমানো। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের আপত্তি রয়েছে। যানবাহন থেকে কার্বন নির্গমন কমাতে ওবামার সময় গৃহীত হয়েছিল ক্লিন পাওয়ার প্ল্যান নীতি। ২০১৫ সালে সই হওয়া প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে ওই নীতিটি খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হতো। কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসন সেটি বাতিল করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রধানের পদে ট্রাম্প স্কট প্রুটকে বসিয়েছেন। প্রুট জলবায়ু পরিবর্তনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন। অটোমোবাইল শিল্পের সঙ্গে জড়িত থাকার জন্য প্রুট চান যত দ্রুত সম্ভব ক্লিন পাওয়ার প্লান বাতিল করা হোক। ট্রাম্প প্রশাসনের ধারণা ওই প্লান অটোমোবাইল শিল্পের জন্য একটি প্রতিবন্ধকতা। আইনটি বাতিল করার চেষ্টা করেও আইনী জটিলতার জন্য সফল হতে পারেনি ট্রাম্প প্রশাসন। ক্লিন পাওয়ারের মতো ওবামা প্রশাসন আরও কিছু আইন ও বিধি প্রণয়ন করেছিল। রাজনৈতিক বিভক্তি এবং ফেডারেল সরকার ব্যবস্থার জন্য ট্রাম্প প্রশাসন ওবামার সময়ে গৃহীত সব আইন বাতিল করতে পারেনি। যেমন ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে ডেমোক্র্যাটরা ক্ষমতায় রয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করেই তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
×