ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৯৭১ সালে ছিনতাই হওয়া ভারতীয় বিমানের পাইলট মারা গেছেন

প্রকাশিত: ০৪:২৯, ২ এপ্রিল ২০১৮

১৯৭১ সালে ছিনতাই  হওয়া ভারতীয়  বিমানের পাইলট  মারা গেছেন

ইন্ডিয়ান এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি ১৯৭১ সালে ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তার পাইলট ক্যাপ্টেন এম কে কাচরু মারা গেছেন। দীর্ঘদিন রোগ ভোগের পর শনিবার দিল্লীর নিকটবর্তী ফরিদাবাদে ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। খবর এনডিটিভির। ১৯৭১ সালের ৩০ জানুয়ারি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ২৬ জন যাত্রী ও চার জন ক্রু নিয়ে কাশ্মীরের শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে রওনা হয়েছিল। পাইলট কাচরু উড়োজাহাজটি চালাচ্ছিলেন। কিন্তু মাঝ আকাশে দুই কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী উড়োজাহাজটি ছিনতাই করে সেটি পাকিস্তানের লাহোরে নিয়ে যেতে কাচরুকে বাধ্য করে। ছিনতাইকারীরা ভারতের কারাগারে বন্দী তাদের কয়েকজন সঙ্গীর মুক্তি দাবি করে।
×