ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনীতিকের সংখ্যা কমাতে হবে

প্রকাশিত: ০৪:২৮, ২ এপ্রিল ২০১৮

কূটনীতিকের সংখ্যা কমাতে হবে

কূটনীতিক বহিষ্কার কেন্দ্র করে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও জটিল আকার ধারণ করছে। সর্বশেষ রাশিয়ায় কর্মরত ব্রিটিশ কূটনীতিক ও টেকনিক্যাল স্টাফের সংখ্যা ৫০ জনে নামিয়ে আনতে মস্কো শনিবার লন্ডনকে বলেছে। বিগত অনেক বছরের মধ্যে দু’দেশের সম্পর্কে এতটা অবনতি কখনও ঘটেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ায় যত ব্রিটিশ কূটনীতিক ও টেকনিক্যাল স্টাফ কর্মরত আছেন তাদের সংখ্যা ৫০ এর কাছাকাছি নামিয়ে আনতে হবে। একজন সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়ের ওপর বিষাক্ত গ্যাস হামলার অভিযোগ থেকে এই বিতর্ক শুরু হয়েছিল। রাশিয়ার এই পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপের সম্ভাব্য ফল কি হতে পারে তা যাচাই করে দেখা হচ্ছে। রাশিয়ায় কত সংখ্যক কূটনীতিক কর্মরত আছেন সেটি তিনি প্রকাশ করেননি। দু’দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে চলার মধ্যে শুক্রবার লন্ডনে একটি যাত্রীবাহী বিমানযাত্রীদের তল্লাশি করেছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। মস্কো এ বিষয়ে লন্ডনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করে বলেছে যে অনুরূপ পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে তাদেরও। ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার এ্যারোফ্লোট এয়ারবাসএ৩২১-তে তল্লাশি চালান। এ সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে মস্কো। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়। জাখারোভা বলেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উস্কানি। এই ঘটনার পর যুক্তরাজ্য ভ্রমণকারী রুশ নাগরিকদের সতর্ক করে দিয়েছে লন্ডনস্থ রুশ দূতাবাস। এর আগে ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরে বেঞ্চিতে সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রিটিশ পুলিশ। ১৪ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ২৩ রুশ কূটনীতিককে ব্রিটেন ছাড়ার নির্দেশ দেন। তিনি পার্লামেন্টে বলেন, ভিয়েনা কনভেশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবেন। যারা আসলে অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে তাদের যুক্তরাজ্য ছাড়তে হবে। এদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। রুশ কূটনীতিক বহিষ্কারের জবাবে এর দু’দিন পর মস্কো রাশিয়া থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তাদের এক সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেন। সেন্ট পিটার্সবার্গে অবস্থিত দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতীক ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেয়া হয়। যুক্তরাজ্যের অভিযোগ ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ গ্যাস আক্রমণের সঙ্গে রুশ গুপ্তচরদের সম্পৃক্ততা আছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেন বলেছে, রাশিয়া যে অস্ত্র বহন করে তা ভয়াবহ। একটা শান্তিপূর্ণ ব্রিটিশ শহরের জন্য এবং যুদ্ধের জন্য এই অস্ত্র নিষিদ্ধ করা হলো। এ ধরনের সামরিক কাজেই ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের মাটিতে এ রকম অস্ত্র আর ব্যবহার করা হয়নি। এ বছরের শেষদিকে ফিফা ওয়ার্ল্ডকাপে যোগ দিতে যুক্তরাজ্যকে দেয়া রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ মে ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, রাজপরিবার এ আসরে যোগ দেবে না। রাশিয়ায় আসন্ন এ ফুটবল বিশ্বকাপে যুক্তরাজ্যের প্রতিনিধি সংখ্যাও কমানো হবে বলেও জানিয়েছেন মে। গত ৩০ বছরের মধ্যে এটিই লন্ডনের কূটনীতিক বহিষ্কারের সবচেয়ে বড় ঘটনা বলে তিনি জানান। এর মধ্য দিয়ে আগামীতে যুক্তরাজ্যে রুশ গোয়েন্দাগিরি অনেকটাই কমে আসবে বলেও মে মনে করেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কৃত হয়েছেন বা হওয়ার পথে আছেন।
×