ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামীতে আমাদের দেশ থেকে জ্ঞান রফতানি হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:০২, ১ এপ্রিল ২০১৮

আগামীতে আমাদের দেশ থেকে জ্ঞান রফতানি হবে ॥ শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ এখন পর্যন্ত আমরা জ্ঞান আমদানি করে আসছি। এখন থেকে আমরা বিশ্ব জ্ঞান রফতানিকারক হতে চাই। এ জন্য নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, শিক্ষায় করণীয়, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ বিষয়ক দু’দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। শিক্ষামন্ত্রী বলেন, এসডিজির চার নম্বর বিষয় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমরা সচেষ্ট। এজন্যই দায়িত্ব নেয়ার পর থেকে শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসার উদ্যোগ নেই। যেটি আজ সফল হয়েছে। কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার আগে কারিগরি শিক্ষার্থী ছিল প্রায় ১ ভাগ। বর্তমানে ১৪ ভাগ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় আনতে পেরেছি। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসেন বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় খুবই উদ্বিগ্ন। প্রশ্নফাঁস রোধে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে বাংলাদেশ ব্যাংক, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত ২৮টি ইউনিট কাজ করবে। আগামীতে প্রশ্নফাঁস হবে না বলে আশা করি। ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ তাহমিনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান সু লাই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক কাজী এম আমিনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে শিক্ষা বিস্তারে ব্যক্তি উদ্যোগকে স্বীকৃতি দেয়ায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
×