ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ জোহানেসবার্গ টেস্ট

প্রকাশিত: ০৫:৪৭, ১ এপ্রিল ২০১৮

দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ জোহানেসবার্গ টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৮৮ রানের বড় স্কোর গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনই ক্যারিয়ার সেরা ১৫২ রান করে আউট হন ওপেনার এইডেন মার্করাম। তবে আফসোস দ্বিতীয়দিনে সঙ্গীর অভাবে সেঞ্চুরি পাননি টেম্বা বাভুমা। ১৯৪ বলে ৯৫ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ছোটখাটো গড়নের এই কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান। জবাবে শনিবার দ্বিতীয়দিনের তৃতীয় সেশনে ৭৭ রান তুলতেই টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের কারণে এমনিতে বেসামাল অসি-ক্রিকেট। নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন টিম পেইন। জোহানেসবার্গেও হেরে গেলে ১৯৭০ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ খোয়াবে এরই মধ্যে ২-১এ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়াদের বড় সংগ্রহে বাভুমার ওই ইনিংসের অবদান অপরিসীম। ব্যক্তিগত ৩৯ ও ৪৫ রানের পথে দারুণ সঙ্গ দিয়েছেন কুইন্টন ডি কক ও দশ নম্বর ব্যাটসম্যান কেশভ মহারাজ। অস্ট্রেলিয়ার হয়ে পেসার প্যাট কামিন্স ৫ ও স্পিনার নাথান লেয়ন নিয়েছেন ৩টি করে উইকেট। এই সিরিজেরই প্রথম টেস্টে ডারবানে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন মার্করাম। এবার সেটিকে ছাড়িয়ে করেছেন ১৫২। তরুণ ওপেনার চারটি সেঞ্চুরি করে ফেললেন ১০ টেস্টেই। ১৭ ইনিংসে ব্যাটিং গড় এখন ৫৬.৬৪। বল টেম্পারিং কেলেঙ্কারিতে দলের অধিনায়কসহ প্রথম পছন্দের তিন ক্রিকেটারকে হারানোর ধাক্কা তো ছিলই। চোটের কারণে দলের মূল স্ট্রাইক বোলার মিচেল স্টার্ককেও হারায় অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলটি তাই শেষ পর্যন্ত নিজেদের বোলিংয়ের ছন্দটাও ধরে রাখতে পারেনি। দ্বিতীয় উইকেটে হাশিম আমলার সঙ্গে মার্করাম গড়েন ৮৯ রানের জুটি। অভিজ্ঞ আমলার চেয়ে জুটিতে বেশি সাবলীল ছিলেন মার্করামই। ৮১ বল খেলে আমলা করেছেন যেখানে ২৭, মার্করাম ৭৯ বলেই ৫৬। আমলাকে ফিরিয়ে প্যাট কামিন্স এই জুটি ভাঙ্গার পরও স্বস্তি মেলেনি অস্ট্রেলিয়ার। এবার মার্করামের সঙ্গী দুর্দান্ত ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছাড়িয়ে যায় শতরান। মার্করামের স্ট্রোকের দ্যুতি এদিন এতটাই তীব্র যে তাতে ম্লান হয়ে যান ডি ভিলিয়ার্সের মতো একজনও। ১০৫ রানের জুটিতে ডি ভিলিয়ার্সের রান ৮১ বলে ৩৭, ওয়ানডের গতিতে খেলে মার্করাম করেন ৭৬ বলে ৬৪। ১৫২ বলে মারক্রাম স্পর্শ করেন সেঞ্চুরি। ক্যারিয়ারে প্রথমবার দেড় ’শ স্পর্শ করেন ২১৪ বলে। শেষ পর্যন্ত ১৭ চার ও ১ ছক্কায় ১৫২ রানে আউট হন কামিন্সের বলে। অসি-বোলারদের হতাশায় ডুবিয়ে দলীয় সংগ্রহটা আরও বড় করার পথে দ্বিতীয়দিন দ্যুতি ছড়িয়েছেন বাভুমা।
×