ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিভারপুলের জয়ের নায়ক সেই সালাহ

প্রকাশিত: ০৫:৪৬, ১ এপ্রিল ২০১৮

লিভারপুলের জয়ের নায়ক সেই সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ৮৩ মিনিটের খেলা শেষ। ফলাফল ১-১ ব্যবধানে সমতায়। লিভারপুলের বিপক্ষে ড্রয়ের তৃপ্তি নিয়েই তখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ক্রিস্টাল প্যালেসের সমর্থকরা। ঠিক তখনই ত্রাতার ভূমিকায় মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে দারুণ এক গোল করে লিভারপুলকে ২-১ গোলে জয় উপহার দিলেন আফ্রিকার এই তারকা ফুটবলার। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে এটা সালাহর ২৯তম গোল। অথচ এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রিস্টাল প্যালেস। পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লুকা মিলিভোজেভিচ। তবে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফিরে লিভারপুল। আর দলকে জয় উপহার দিতে চলতি মৌসুমের ২৯তম গোলটি করেন মোহাম্মদ সালাহ। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লীগে অবস্থানের কোন হেরফের হয়নি লিভারপুলের। ৩২ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ এখন ৬৬ পয়েন্ট। ক্রিস্টাল প্যালেস অবশ্য তলানিতে। অলরেডদের সমান ৩২ ম্যাচ খেলে তাদের দখলে ৩০ পয়েন্ট। বাসেল-চেলসি-রোমা ঘুরে গত বছরেই নতুন করে ঠিকানা গড়েন লিভারপুলে। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের জার্সিতে প্রথম মৌসুমেই বাজিমাত করেন মোহাম্মদ সালাহ। মিসরের এই তারকা ফরোয়ার্ডের পারফর্মেন্সে মুগ্ধ ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলো। তাকে কেনার জন্যও পরিকল্পনা করছে তারা। শুধু তাই নয়, সালাহকে দলে ভেড়াতে বর্তমান ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার নেইমারের চেয়েও বেশি পারিশ্রমিক দিতে প্রস্তুত ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। এর কারণটাও খুব সুস্পষ্ট। ২০১৭-১৮ মৌসুমে ইতোমধ্যেই ২৯ গোল করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি। লীগে সর্বোচ্চ গোলদাতার তালিকার দুইয়ে রয়েছেন হ্যারি কেন। টটেনহ্যাম হটস্পারের এই ইংলিশ স্ট্রাইকারের গোলসংখ্যা ২৪। এ্যাসিস্ট তার দুইটি।
×