ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস

অস্ট্রেলিয়া গেলেন মেজবাহ-শিরিন

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৮

 অস্ট্রেলিয়া গেলেন মেজবাহ-শিরিন

স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ গেমস আগামী ৪-১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে। এই গেমসে অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ এ্যাথলেটিক্স দল শনিবার রাতে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। এই দলে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক মনোনীত ১ পুরুষ এ্যাথলেট, ১ মহিলা এ্যাথলেট ও ১ কোচ (মহিলা) অংশগ্রহণ করবেন। দলে আছেন- মেজবাহ আহমেদ (স্প্রিন্টার, ইভেন্ট : ১০০ মিটার, সংস্থা- বাংলাদেশ নৌবাহিনী), শিরিন আক্তার (স্প্রিন্টার, ইভেন্ট : ১০০ ও ২০০ মিটার, সংস্থা- বাংলাদেশ নৌবাহিনী), খুরশিদা খাতুন (কোচ-বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন) এবং ফরিদ খান চৌধুরী (পর্যবেক্ষক-বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন)। উল্লেখ্য, মেজবাহ ও শিরিন হচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব-মানবী। দলটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আগামী ১৩ এপ্রিল দেশে ফিরে আসবে।
×